MADHYAMIK BENGALI COMPLETE SUGGESTION 2023: QUESTION SET -2

0
Every student wants to get good marks in their first board exams. If you are a student of West Bengal and want to get good marks in Madhyamik in Bengali subject then you are in right place. In this blog I have shared the Complete Bengali Suggestion  FOR Madhyamik. If you practice these questions you will get good marks in Madhyamik.

madhyamik bengali suggestion

১. সঠিক উত্তরটি বেছে নাও
১.১ যাকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের—

(ক) মামা
(খ) কাকা
(গ) মাসি
(ঘ) মেসো

১.২ নদেরচাঁদ যে কদিন নদীকে দেখে নাই—

(ক) চার দিন
(খ) সাত দিন
(গ) পাঁচ দিন
(ঘ) দশ দিন

১.৩ যা করতে হরিদার ভয়ানক আপত্তি—

(ক) একঘেয়ে কাজ করতে 
(খ) অভাব সহ্য করতে
(গ) বহুরূপী সাজতে
(ঘ) ভিক্ষা করতে

১.৪ “হেঁটে গেল গির্জার এক নান” – 'নান' বলতে বোঝায়— 

(ক) গির্জার রক্ষক
(খ) খ্রিস্টান সন্ন্যাসিনী
(গ) খ্রিস্টান গাড়িচালক
(ঘ) গির্জার ফুল বিক্রেতা

১.৫ “হায়, বিধি বাম মম প্রতি”—বক্তা হলেন

(ক) রাবণ
(খ) মেঘনাদ
(গ) ধাত্রীমাতা
(ঘ) প্রমীলা

১.৬ 'প্রলয়োল্লাস' কবিতায় বজ্রশিখার মশাল জ্বেলে আসছেন— 

(ক) কালবোশেখি 
(খ) জয়ধ্বনি
(গ) বহ্নিজ্বালা
(খ) ভয়ংকর

১.৭ সম্ভবত শেষপর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন যিনি

(ক) অন্নদাশঙ্কর রায়
(খ) সুভাষ মুখোপাধ্যায়
(গ) সত্যজিৎ রায়
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

১.৮ বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে 'বাবু কুইল ড্রাইভারস' যিনি বলতেন—

(ক) লর্ড কার্জন
(খ) লর্ড ওয়েলেসলি
(গ) লর্ড রিপন
(ঘ) উইলিয়াম কেরি

১.৯ “হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড”—উক্তিটি করেছেন—

(ক) বরাহমিহির
(খ) ভবভূতি
(গ) শূদ্রক
(ঘ) কালিদাস

১.১০ “ছেলেরা স্কুল পালাল”- নিম্নরেখ পদটি—

(ক) অধিকরণ কারক
(খ) কর্মকারক
(গ) অপাদান কারক
(ঘ) নিমিত্ত কারক

১.১১ বাক্যে ক্রিয়ার সঙ্গে কর্তা, কর্ম বা ভাবের সম্পর্ক যে লক্ষণ দ্বারা প্রকাশিত হয়, তাকে বলে—

(ক) সমাস
(খ) কারক
(ঘ) বাচ্য
(গ) বাক্য

১.১২ অনুসর্গের অপর নাম হল— 

(ক) উপসর্গ
(খ) সম্পর্ক
(গ) দৃষ্টান্ত
(ঘ) কর্মপ্রবচনীয়

১.১৩ ‘ইন্দ্ৰজিৎ’-যে সমাস হবে— 

(ক) বহুব্রীহি সমাস
(খ) দ্বন্দ্ব সমাস
(গ) তৎপুরুষ সমাস
(ঘ) কর্মধারয় সমাস

১.১৪ সমাসে যা প্রাধান্য পায়—

(ক) ধ্বনি
(খ) পদক্রম
(গ) বানানবিধি
(ঘ) অর্থ

১.১৫ বাক্য নির্মাণের আবশ্যিক শর্ত নয় 

(ক) যোগ্যতা
(খ) আকাঙ্ক্ষা
(গ) আসক্তি
(ঘ) আসত্তি

১.১৬ ‘অস্ত্যর্থক’ ও ‘নস্ত্যর্থক' যে বাক্যের দুটি ভাগ—

(ক) শর্তসাপেক্ষ বাক্য
(খ) প্রশ্নসূচক বাক্য
(গ) আবেগসূচক বাক্য
(ঘ) নির্দেশক বাক্য

১.১৭ কর্ম বাচ্যে যার অর্থ প্রধান হয় 

(ক) ক্রিয়া
(খ) কর্তা
(গ) কর্ম
(ঘ) বিশেষণ


২. কমবেশি ২০টি শব্দের মধ্যে উত্তর লেখো:
২.১ যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও :

২.১.১ “লেখার পর যখন পড়ল”— তপনের কী অনুভূতি হয়েছিল?
২.১.২ “নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে”–নদীর বিদ্রোহের কারণ কী?
২.১.৩ “হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল”—কী বুদ্ধি খেলেছিল?
২.১.৪ “তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে”—পুলিশকে কী খবর দিতে গিয়েছিল?
২.১.৫ বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার কত হয়েছিল?

২.২ যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও :

২.২.১ “চারিদণ্ড এই মতে”–একদণ্ড মানে কত সময় ? 
২.২.২ ‘অসুখী একজন' কবিতায় কবি যুদ্ধে কাদের খুন হওয়ার কথা বলেছেন?
২.২.৩ “আসছে নবীন ”— নবীন এসে কী করবে? 
2.2.4 “কে কবে শুনেছে পুত্র”— কী শোনার কথা বলা হয়েছে?
২.২.৫ ‘আফ্রিকা' কবিতায় বিরূপের ছদ্মবেশে কী করতে চেয়েছিল?

২.৩ যে-কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও:

২.৩.১ ফাউন্টেন পেনের নেশা কার কার ছিল? 
২.৩.২ “লাঠি তোমার দিন ফুরাইয়াছে”–কে লিখেছিলেন? 
২.৩.৩ “আমাদের আলংকারিকগণ শব্দের যে ত্রিবিধ কথা বলেছেন” – ত্রিবিধ কী?
২.৩.৪ পরিভাষার উদ্দেশ্য কী?

২.৪ যে-কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও :

২.৪.১ সম্বন্ধ ও সম্বোধন পদকে অকারক বলা হয় কেন ? 
২.৪.২ কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ দাও (বাক্যে)।
২.৪.৩ সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো ।
২.৪.৪ ব্যাসবাক্য-সহ একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও।
২.৪.৫ ‘মাঝদরিয়া' শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম উল্লেখ করো।
২.৪.৬ একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও।
২.৪.৭ উদ্দেশ্য কাকে বলে?
২.৪.৮ “তুমি না এলে আমি যাব না”– যৌগিক বাক্যে পরিবর্তন করো।
২.৪.৯ “শিশুকে কে না ভালোবাসে ? ” – নির্দেশক বাক্যে পরিবর্তন করো।
২.৪.১০ একটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ দাও।

৩. প্রসঙ্গ নির্দেশ-সহ কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও : 
৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 

৩.১.১ “বুড়োমানুষের কথাটা শুনো”–বুড়ো মানুষটি কে? তিনি কাকে কোন্ কথাটা শুনতে বলেছেন? 
৩.১.২ “তবে কিছু উপদেশ শুনিয়ে যান”–বক্তা কে? তিনি কী উপদেশ শুনিয়েছিলেন? 
৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৩.২.১ “তারপর যুদ্ধ এল”— যুদ্ধ এলে কী ঘটেছিল তা লেখো ।
৩.২.২ "এসো যুগান্তের কবি”—'যুগান্তের কবি' কে? তাকে আহ্বানের প্রয়োজন হয়েছে কেন?

৪. কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৪.১ “বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলো-আনাই বজায় আছে”– বাবুটি কে? তার স্বাস্থ্য ও শখের বর্ণনা দাও।
৪.২ ‘জ্ঞানচক্ষু' গল্পে তপন চরিত্রটির বর্ণনা দাও।

৫. কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৫.১ “তোরা সব জয়ধ্বনি কর” – তোরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা কেন জয়ধ্বনি করবে?
৫.২ “তথা কন্যা থাকে সর্বক্ষণ”—কোন্ কন্যার কথা বলা হয়েছে? কন্যা কোথায় থাকেন? সেই স্থানের পরিচয় দাও।

৬. কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৬.১ ‘ফাউন্টেন পেন’ বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে রচনায় উল্লেখ করা হয়েছে? ফাউন্টেনের জন্ম ইতিহাস লেখো।
৬.২ “এই দোষ থেকে মুক্ত না-হলে বাংলা সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না”-‘এই দোষ' বলতে কোন্ দোষের কথা বলা হয়েছে? বৈজ্ঞানিক সাহিত্যকে সুপ্রতিষ্ঠিত করতে প্রাবন্ধিক যে মত প্রকাশ করেছেন, তা নিজের ভাষায় লেখো।

৭. কমবেশি ১২৫টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৭.১ সিরাজদ্দৌলা নাট্যাংশে সিরাজের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো।
৭.২ “কিন্তু ভদ্রতারও অযোগ্য তোমরা”–কে, কাকে একথা বলেছেন? কেন এমন কথা বলেছেন?

৮. কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

৮.১ ‘কোনি' রচনায় ক্ষিতীশের চরিত্র আলোচনা করো।
৮.২ “কোনিও এড়িয়ে চলে ওদের”— ওদের বলতে কাদের কথা বলা হয়েছে? কেন?
৮.৩ “তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে”— বক্তা কে? কোন্ প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? এ কথা বলার কারণ কী?

৯. চলিত গদ্যে বঙ্গানুবাদ করো:
Man is social animal. He cannot live alone. No person can be happy without having sincere friends. But a selfish person fails to make real friendship because to get love you must give love in return.

১০ কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

১০.১ সাম্প্রদায়িক সম্প্রীতির সপক্ষে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। ১০.২ প্লাস্টিক বর্জন বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।

১১. কমবেশি ৪০০টি শব্দে যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো

১১.১ পরিবেশদূষণ ও তার প্রতিকার
১১.২ চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা
১১.৩ কন্যাশ্রী প্রকল্প
১১.৪ তোমার জীবনের স্মরণীয় ঘটনা

To Download PFD

Post a Comment

0 Comments
Post a Comment (0)
5/col-left/recent
To Top