All About Bachelor Of Computer Application
কম্পিউটার ফিল্ডে তুমি যদি তোমার ক্যারিয়ার করতে চাও তবে আজকের এই ব্লগ পোস্ট টি অবশ্যই তোমাকে সাহায্য করবে | এই ব্লগ পোস্ট টির মাধ্যমে মাধ্যমে বিস্তারিত জানব জি কোর্স নিয়ে তা হল B.C.A ( Bachelor Of Computer Application ) এই বিসিএ কোর্স টা সমস্ত ধরনের ছাত্ররা করতে পারবে| আর্টস না সাইন্স বা কমার্শি হোক না কেন| এটাই কম্পিউটারে একমাত্র ব্রাঞ্চ যেখানে সমস্ত ক্যাটাগরি ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারবে|
What is BCA?:
BCA এর সম্পূর্ণ নাম bachelor of computer application | এটা একটা আন্ডারগ্রাজুয়েট ডিগ্রী| এটি মূলত কম্পিউটারের ফান্ডামেন্টাল ও এপ্লিকেশন নিয়ে পড়াশোনা |
Educational Qualification?:
বাধ্যতামূলক বিষয় হিসাবে ইংরেজি এবং গণিত সহ যেকোনো স্ট্রিমে (কলা, বিজ্ঞান, বাণিজ্য) দ্বাদশ শ্রেণীতে শিক্ষার্থীর মোট 50% বা তার বেশি থাকতে হবে। কিছু কলেজ বাধ্যতামূলক বিষয় হিসাবে গণিত এবং ইংরেজি ছাড়াই দ্বাদশ শ্রেণী সম্পন্ন করা শিক্ষার্থীদের ভর্তির অনুমতি দেয়। এক্ষেত্রে কিছু কিছু প্রাইভেট কলেজে কেবলমাত্র সাইন্স না কমার্স স্ট্রিমের ছাত্র দের ভর্তি নেওয়া হয়|
Admission Process:
আপনি যদি একটি প্রাইভেট কলেজে BCA ভর্তির জন্য আবেদন করে থাকেন, তাহলে ভর্তির প্রক্রিয়াটি মেধার ভিত্তিতে হবে, অর্থাৎ, দ্বাদশ শ্রেণিতে প্রার্থীদের স্কোর করা নম্বরের ভিত্তিতে। শুধুমাত্র কয়েকটি বেসরকারী কলেজ BCA-এর জন্য একটি প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করে এবং বেশিরভাগ সময়ই মেধার ভিত্তিতে ভর্তি হয়।
Course Duration:
B.C.A কোর্সটি একটি পূর্ণকালীন তিন বছরের (ছয় সেমিস্টার) Computer Application ডিগ্রি।
Course Fees:
বিসিএ কোর্স ফি প্রত্যেকটা কলেজে বিভিন্ন হয়| সেটা কলেজের উপর নির্ভর করবে কোর্স ফি কত হবে| তবে আনুমানিক প্রত্যেকটি সেমিস্টারের 20,000 - 50,000 টাকা খরচ হয়| বিসিএস ডিগ্রী করতে আনুমানিক 120,000 - 300,000 টাকা খরচ হয়|
Career Options:
আমাদের যে কোনো কোর্সে ভর্তি হওয়ার সময় এই কথাটা আমাদের সবসময় মাথায় আসে যে এটা পড়ে কোন কোন দিকে যাওয়া যায় | তো যেহেতু BCA একটি ইন্ডাস্ট্রি অরিয়েন্টেড আন্ডারগ্রাজুয়েট কোর্স তাই বিয়ে করার পর অনেক রকম কেরিয়ার অপশন পাওয়া যায়| তার মধ্য থেকে যেগুলো খুব প্রচলিত তা হল Software Developer, Technical Support, IT Analyst, Web Developer, Junior Analyst, Computer Support Service Specialist, Software Publisher etc. এছাড়া bca এরপর বিভিন্ন সরকারি ও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য বসা যায় | অথবা কোন শিক্ষা প্রতিষ্ঠান কম্পিউটার বিষয়ে শিক্ষকতাও করা যায়|
Career Options:
এখানে বলে রাখি সেলারি অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে| সেটা অনেকটা স্কিল কোন কোম্পানিতে জব করছেন এবং কোন পোস্টে জয়েন করেছো এবং কত বছরের অভিজ্ঞতা রয়েছে তার উপর| তবুও আনুমানিক গড় BCA freshers দের বেতন বার্ষিক 180,000 - 300,000 টাকা পর্যন্ত হয়ে থাকে |