Madhyamik Geography 2023 Complete Suggestion || মাধ্যমিক ভূগোল সাজেশন 2023

0

Madhyamik Geography Suggestion 2023

If you are tired to find the best suggestion for madhyamik geography, then you in the right place. I am Shubhadip, a student who passed out madhyamik examination in 2020, so I have a quite clear idea about madhyamik exam pattern, marks distribution, suggestions, important topis. So here I will provide the best and 90% common suggestion for Madhyamik 2023.

Madhyamik geography suggestion, Madhyamik geography suggestion 2023, Madhyamik geography suggestion 2023 pdf, Madhyamik geography suggestion 2022 pdf free download.

মাধ্যমিক ভূগোল সাজেশন 2023

অধ্যায়ভিত্তিক:

1). বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

সংক্ষিপ্ত  প্রশ্ন: প্রতিটি প্রশ্নের মান: ২

1) আরোহন,  অবরোহন,  নগ্নীভবন  প্রক্রিয়া বলতে কী বোঝো 2) পাখির পায়ের মতো ব-দ্বীপ গঠিত হয় কিভাবে? উদাহরণ দাও 3) টীকা লেখ:

মন্থকূপ জলবিভাজিকা আদর্শ নদী জলচক্র কিউসেক  ও  কিউমেক, ষষ্ঠ ঘাতের সূত্র,  প্লাবনভূমি,  প্রপাত কূপ, অপসারণ গর্ত(২০১৮), ইনসেলবার্জ, গাসি, ওয়াদি, বাজাদা, মরুকরণ, মরুকরণ রোধের দুটি উপায়, লোয়েশ (২০২০), পেডিমেন্ট, বাৰ্খান, সিফ বালিয়াড়ি।আগামুক, বার্গন্ড (২০১৭), ক্রেভাস, নুনাটকস , হিমরেখা, প্যাটার্নস্টার হ্রদ, হিমশৈল(২০১৮), উৎপাটন প্রক্রিয়া, ডিমভর্তি ঝুড়ি ভূমিরূপ, বহিঃবিধৌত সমভূমি

সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক: প্রতিটি প্রশ্নের মান:

1). অববাহিকার ও ক্ষয়ীভবন এর মধ্যে পার্থক্য লেখ। 2). নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়া গুলি ব্যাখ্যা করো। 3). অশ্বক্ষুরাকৃতি হ্রদসৃষ্টির প্রক্রিয়া গুলি লেখ। 4). জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ এর কারণ লেখ। 5). বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ গুলি আলোচনা করো। অথবা, সব নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন। 6). পলোল শঙ্কু ও বদ্বীপ এর মধ্যে পার্থক্য আলোচনা করো। 7). বিভিন্ন উচ্চতায় হিমরেখার অবস্থান এর কারণ আলোচনা কর। 8). বায়ু কি কি প্রক্রিয়ায় ক্ষয় কার্য সম্পন্ন করে? 9). ইয়ারদাং ও জিওগেন মধ্যে পার্থক্য লেখ। 10). মরুভূমির সম্প্রসারণ রোধের উপায় গুলি কি কি?

Geography Suggestion

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন: প্রতিটি প্রশ্নের মান:

1). নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্র সহ বিবরণ দাও। 2). সুন্দরবনের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো। 3). হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এর বিবরণ দাও। 4). হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ এর চিত্র সহ বিবরণ দাও। 5). বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ এর চিত্র সহ বিবরণ দাও।




2). বায়ুমণ্ডল

সংক্ষিপ্ত  প্রশ্ন: প্রতিটি প্রশ্নের মান: ২

টীকা লেখ: অ্যারোসল, টুপোপজ, ওজোন গহ্বর, ওজোন স্তর, আপেক্ষিক আর্দ্রতা (২০২০), ডবসন, অ্যালবেডো, ইনসেলবার্জ, বিশ্ব উষ্ণায়ন, উষ্ণতার প্রসর, তাপ বিষুবরেখা, এলনিনো, লানিনা, I.T.C.Z, অশ্ব অক্ষাংশ, ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু, বাইস ব্যালট সূত্র , জেট বায়ু (২০১৭), সমোষ্ণ রেখা, সমপ্রেষ রেখা, বৈপরীত্য উষ্ণতা (২০১৯), চিনুক(২০১৮), ফন, লু, ঘূর্ণবাত, প্রতীপ ঘূর্ণবাত, ঘূর্ণবাতের চক্ষু।

সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক: প্রতিটি প্রশ্নের মান:

1). ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে কেন? 2). আয়োনোস্ফিয়ারে মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন? 3)ওজোন গ্যাসের গুরুত্ব লেখ। 4)ওজন গ্রহ সৃষ্টির কারণ ও প্রতিরোধের উপায় কি। 5) আন্টার্টিকা ওজন হলো সৃষ্টির কারণ কি। 6) বায়ুমণ্ডল উষ্ণ হবার তিনটি পদ্ধতি আলোচনা করো। 7) বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখ। 8) ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর পার্থক্য। 9) উষ্ণতার সাথে বায়ুর চাপের সম্পর্ক আলোচনা কর। 10) স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য লেখ।

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন: প্রতিটি প্রশ্নের মান:

1) বায়ুমণ্ডলের স্তর এর বিবরণ দাও এবং যেকোনো দুটি সংক্ষেপে আলোচনা করো। 2) বায়ুর উষ্ণতার তারতম্যের তিনটি কারণ আলোচনা করো। 3) নিয়ত বায়ু ও চাপবলয়ের সম্পর্ক আলোচনা করো। 4) বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির কারণ লেখ। 5) বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ আলোচনা করো। 6) মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো।

3). বারিমন্ডল

সংক্ষিপ্ত  প্রশ্ন: প্রতিটি প্রশ্নের মান: ২

টীকা লেখ:

হিমপ্রাচীর, মগ্নচড়া, সমুদ্র তরঙ্গ, পেরিগি জোয়ার (২০২০), অ্যাপজি জোয়ার, শৈবাল সাগর, সিজিগি, সমুদ্র স্রোত (২০১১), বানডাক (২০১৭)

সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক: প্রতিটি প্রশ্নের মান:

1) সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখ। 2) নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সারাবছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন 3) পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার প্রবল কেন? 4) পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয় কেন? 5) গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া মৎস্য চাষে বিখ্যাত কেন? 6) ভরা জোয়ার ও মরা জোয়ার এর মধ্যে পার্থক্য লেখ।

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন: প্রতিটি প্রশ্নের মান:

1) সমুদ্রস্রোত সৃষ্টির কারণ ও প্রভাব আলোচনা করো। 2) জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও প্রভাব আলোচনা করো।

4). বর্জ্য ব্যবস্থাপনা

সংক্ষিপ্ত  প্রশ্ন: প্রতিটি প্রশ্নের মান: ২

টীকা লেখ: জৈব ভঙ্গুর বর্জ্য, জৈব অভঙ্গুর বর্জ্য বিষাক্ত বর্জ্য পৌর সভার বর্জ্য (২০২০), বর্জ্যের বৈশিষ্ট্য, B.O.D, কৃষিজ বর্জ্য, তেজষ্ক্রিয় বর্জ্য (২০১৯) / ই বর্জ্য অথবা।বর্জ্য ব্যবস্থাপনা (২০১১), ভরাটকরণ (২০১৭/২০২০) , বর্জ্যের পুনরাবর্তন, বর্জ্যের পুনর্নবীকরণ (২০১৮), বর্জ্যের পুনর্ব্যবহার (২০১৭), 4R ,বর্জ্য পৃথকীকরণ (২০১৮), স্ক্রাবার, কম্পোস্টিং, ম্যানিওর পিট , G.A.P

সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক: প্রতিটি প্রশ্নের মান:

1) বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। 2) ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। 3) বর্জ্য পৃথকীকরণ, অথবা ভরাট করন , অথবা কম্পোস্টিং, অথবা স্ক্রাবার এর প্রয়োজনীয়তা উল্লেখ করো। 4) পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা কর। 5) গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুলি কি কি?

পার্থক্য লেখ: i) তরল বর্জ্য ও কঠিন বর্জ্য ii) বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্য iii) জৈব ভঙ্গুর ও অজৈব অভঙ্গুর বিভিন্ন প্রকার চিকিৎসা সংক্রান্ত বর্জ্যর নাম লেখ। বর্জ্য ব্যবস্থাপনায় 3R বা 4R এর ভূমিকাআলোচনা করো।

5). ভারত

সংক্ষিপ্ত  প্রশ্ন: প্রতিটি প্রশ্নের মান: ২

১। ভূপ্রকৃতি : কারেওয়া, ডেকান ট্রাপ, মালনাদ (২০১৯,২০১৮)। দুন উপত্যকা (২০২০) , কাশ্মীর উপত্যকা, ভাবর, ভাঙ্গার, খাদার, কয়াল, কচ্ছের রণ, থেরিস। ২। নদনদী : ভারতের প্রধান নদী ও তাদের উপনদীর নাম, প্লাবন খাল, ডি.ভি.সি, বৃষ্টির জল সংরক্ষণ (২০১৮), বহুমুখী নদী পরিকল্পনা, দক্ষিণ ভারতের গঙ্গা, অববাহিকা উন্নয়ন, ভারতের দুটি জলবিভাজিকার নাম (২০১১)। ৩। জলবায়ু : মৌসুমী বিস্ফোরণ(২০১৭), কালবৈশাখী, আঁধি, ভারতের উষ্ণতম ও শীতলতম স্থান, আশ্বিনের ঝড়, আমবৃষ্টি। ৪। মৃত্তিকা : ব্ল্যাক কটন সয়েল, ল্যাটেরাইট মৃত্তিকা, সমোন্নতিরেখা চাষ ,ফালি চাষ, বদভূমি। ৫। স্বাভাবিক উদ্ভিদ: অরণ্য সংরক্ষণের দুটি উপায়, সামাজিক বনসৃজন (২০১৭) , জেরোফাইট, ম্যানগ্রোভ অরণ্য, মরু উদ্ভিদ (২০২০)। । কৃষি : খারিফ শস্য, রবি শস্য, জায়িদ শস্য, বাগিচা ফসল, ট্রাক ফার্মিং, সবুজ বিপ্লব, উদ্যান কৃষি, জীবিকাসত্ত্বাভিত্তিক কৃষি(২০১৭), মিলেট জাতীয় শস্য (২০১৯)। । শিল্প : পণ্যসূচক, অনুসারী শিল্প (২০২০), উদীয়মান শিল্প, অটোমোবাইল শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, SAIL, ভারতের রূঢ়, ভারতের ম্যাঞ্চেষ্টার, আউট সোর্সিং, ভারতের সিলিকন ভ্যালি, তথ্য প্রযুক্তি শিল্প (২০১৭)। । জনসংখ্যা : জন বিস্ফোরন, জনঘনত্ব, স্থিতিশীল উন্নয়ন (২০১৮)। মহানগর, নগরায়ন, পৌর বিক্ষেপণ। । পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা : সোনালি ও হীরক চতুরভুজ, শিপিং লাইন ও লেন, পশ্চাদভূমি, পুনঃরপ্তানি বন্দর, ইন্টারনেটের গুরুত্ব, অভ্যন্তরীণ জলপথের নাম (২০২০)।

সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক: প্রতিটি প্রশ্নের মান:

1) খাদার ও ভাঙ্গর এর মধ্যে পার্থক্য 2) তরাই ও ভাবর বলতে কী বোঝো? 3) দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে আলোচনা করো। 4) কয়াল কাকে বলে এর বৈশিষ্ট্য গুলি লেখ। 5) পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 6) ভারতীয় জীবনে হিমালয় এর প্রভাব আলোচনা করো। 7) উত্তর বাহিনী নদী গুলি বন্যাপ্রবণ কেন? 8) নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী নদী কেন? 9) দক্ষিণ বাহিনী নদী খরস্রোতা কেন ? 10) পশ্চিম বাহিনী নদীর বদ্বীপ গড়ে ওঠেনি কেন ? 11) বহুমুখী নদী পরিকল্পনা কি এবং এর বৈশিষ্ট্য গুলি লেখ। 12) ভারতে ভৌম জল ও বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি গুলো কি কি। 13) ভারতের মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি কি? 14) মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় গুলি আলোচনা করো। 15) বন বিনাশের কারণ কি? 16) লবণাম্বু উদ্ভিদের বৈশিষ্ট্য লেখ। 17) বন সংরক্ষণের পদ্ধতি গুলি লেখ। 18) সামাজিক বনসৃজন এর প্রয়োজনীয়তা কি? 19) ভারতের কৃষির গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখ। 20) খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখ। 21) জায়িদ শস্য কি এর বৈশিষ্ট্য লেখ। 22) ভারতে পাট গম ইক্ষু চা চাষের প্রাকৃতিক ও ভৌগোলিক অনুকূল পরিবেশ আলোচনা করো। 23) ভারতীয় কৃষির সমস্যা ও সমাধান গুলি আলোচনা করো। 24) লৌহ ইস্পাত শিল্প কে সকল শিল্পের মূল বলা হয় কারণ ব্যাখ্যা করো। 25) সোনালী চতুর্ভুজ সম্পর্কে কি জানো লেখ। 26) টীকা লেখ: তথ্যপ্রযুক্তি শিল্প 27) জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন?

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন: প্রতিটি প্রশ্নের মান:

1) পশ্চিম/ পূর্ব হিমালয়ের ভূপ্রকৃতি বিবরণ দাও 2) উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখ। 3) ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব। 4) ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করো এবং যেকোনো দুটি সংক্ষেপে বর্ণনা করো। 5) স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো এবং যেকোনো দুটি বিবরণ দাও। 6) চা, কফি, ইক্ষু, কার্পাস, গম চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। 7) কার্পাস বস্ত্র বয়ন, পেট্রোরসায়ন, ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। 8) পরিবহনের গুরুত্ব আলোচনা করো। 9) ভারতের বিভিন্ন অঞ্চলের জনগণের তারতম্যের কারণ গুলি আলোচনা করো। 10) তথ্যপ্রযুক্তি শিল্প বলতে কী ? তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণ গুলি লেখ। 11) চা, কফি, ইক্ষু, কার্পাস, গম চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। 12) কার্পাস বস্ত্র বয়ন, পেট্রোরসায়ন, ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। 13) পরিবহনের গুরুত্ব আলোচনা করো। 14) ভারতের বিভিন্ন অঞ্চলের জনগণের তারতম্যের কারণ গুলি আলোচনা করো। 15) তথ্যপ্রযুক্তি শিল্প বলতে কী ? তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণ গুলি লেখ।

6). ভূবৈচিত্র্যসূচক মানচিত্র / উপগ্রহ চিত্র :

সংক্ষিপ্ত  প্রশ্ন: প্রতিটি প্রশ্নের মান: ২

১। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র: ভগ্নাংশসূচক স্কেলের ব্যবহার (২০১৯), ভূবৈচিত্র্যসূচক মানচিত্র (২০১৮), মিলিয়ন শিট, ডিগ্রি শিট, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি ব্যবহার (২০২০), ইঞ্চি শিট। ২। উপগ্রহ চিত্র : দূরসংবেদন (২০১৭), উপগ্রহ চিত্র (২০১৮/ ২০১৯), বিমান চিত্র, ভূসমলয় উপগ্রহ (২০১৭), সূর্যসমলয় উপগ্রহ, পিক্সেল, সেন্সর (২০২০), F.CC কী?

সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক: প্রতিটি প্রশ্নের মান:

1) ভূবৈচিত্র সূচক মানচিত্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখ। 2) উপগ্রহ চিত্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখ। 3) ভূবৈচিত্রসূচক মানচিত্র উপগ্রহ চিত্রের গুরুত্ব লেখ। 4) দূর সংবেদন বা remote sensing কি এর সুবিধা ও অসুবিধা গুলি লেখ। 5) সান সিনক্রোনাস ও জিওস্টেশনারি উপগ্রহের মধ্যে পার্থক্য আলোচনা করো। 6) উপগ্রহ চিত্রের তিনটি ব্যবহার আলোচনা কর 7) ভূবৈচিত্র সূচক মানচিত্রে বিভিন্ন স্কেল ও সূচক সংখ্যা বর্ণনা দাও

Post a Comment

0 Comments
Post a Comment (0)
5/col-left/recent
To Top