Madhyamik History Suggestion 2023
If you are tired to find the best suggestion for Madhyamik History, then you in the right place. I am Shubhadip, a student who passed out Madhyamik examination in 2020, so I have a quite clear idea about Madhyamik exam pattern, marks distribution, suggestions, important topis. So here I will provide the best and 90% common suggestion for Madhyamik 2023.
Madhyamik History suggestion, Madhyamik History suggestion 2023, Madhyamik History suggestion 2023 pdf, Madhyamik History suggestion 2022 pdf free download. Class 10 history suggestion 2023, 2023 Madhyamik history suggestion, Madhyamik 2023 history suggestion.
Madhyamik 2023 History Syllabus:
১) ইতিহাসের ধারণা
২) সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা
৩) প্রতিরোধ ও বিদ্রোহ
৪) সংঘবদ্ধতার গোড়ার কথা
৫) বিকল্প চিন্তা ও উদ্যোগ
৬) বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক বামপন্থী আন্দোলন
৭) বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
৮) উত্তর ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭ - ১৯৬৪)
------------------------------------------------------
সংক্ষিপ্ত প্রশ্ন: প্রতিটি প্রশ্নের মান: ২
1. নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো?
2. আধুনিক ভারতের ইতিহাসচর্চায় ফোটোগ্রাফির গুরুত্ব লেখো?
3. স্থানীয় ইতিহাস কী?
4. নারী ইতিহাস কাকে বলে ?
5. ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব লেখো ?
6. খেলার ইতিহাসের গুরুত্ব লেখো?
7. সামরিক ইতিহাস কী?
8. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী/স্মৃতিকথার গুরুত্ব লেখো?
9. পরিবেশের ইতিহাসের গুরুত্ব লেখো?
10. ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা লেখো?
11. আঞ্চলিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন?
12. নতুন সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয়গুলি কী কী ?
------------------------------------------------------
1. ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল? বা কেন জারি করা হয়?
2. বিপ্লব কাকে বলে?
3. দেবী সিংহ / দুর্জন সিং / তিতুমির / দুদু মিঞা / রানি শিরোমণি / দিগম্বর বিশ্বাস ও বিচরণ বিশ্বাস / বিরসা মুন্ডা – কে ছিলেন বা এরা বিখ্যাত কেন?
4. কোন অঞ্চলকে জঙ্গলমহল বলা হয়?
5. মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল?
6. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ব্যর্থ হল কেন?
7. দাদনী বা বে-এলাকা চাষ বলতে কী বোঝ?
8. নীলকররা নীলচাষিদের ওপর কীভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো? (৯) নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল?
9. নীলদর্পণ নাটক কে রচনা করেন? কে এটি ইংরেজিতে অনুবাদ করেন?
10. খুৎকাঠি প্রথা কী?
11. নীল কমিশন কবে এবং কেন গঠিত হয়?
12. বারাসাত বিদ্রোহ বলতে কী বোঝ?
13. তিন কাঠিয়া প্ৰথা বলতে কী বোঝ?
------------------------------------------------------
1. ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়?
2. উনিশ শতকে জাতীয়তাবাদের উল্লেষে 'ভারতমাতা' চিত্রটির কীরূপ ভূমিকা ছিল?
3. 'আনন্দমঠ' উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল?
4. কবে, কাদের উদ্যোগে ভারতসভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ? / ভারতসভার দুটি উদ্দেশ্য লেখো?
5. জমিদার সভা ও ভারতসভার মধ্যে দুটি পার্থক্য লেখো ?
6. উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে 'সভাসমিতির যুগ' বলা হয় কেন?
7. মহারানির ঘোষণাপত্র কী? / মহারানির ঘোষণাপত্র – এর (১৮৫৮) মূল উদ্দেশ্য কী ছিল?
8. ১৮৫৭ খ্রিষ্টাব্দের বিদ্রোহকে 'জাতীয় বিদ্রোহ' বলা হয় কেন?
9 গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা
10. জমিদার সভার কর্মসূচিগুলি কী ছিল?
11. হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
12. ভারতের জাতীয়তাবাদ বিকাশে 'গোরা' উপন্যাসের অবদান লেখো?
13. 'বর্তমান ভারত' গ্রন্থে বিবেকানন্দ দেশবাসীকে কীভাবে স্বদেশপ্রেমে উদবুদ্ধ করেছেন?
14. ইলবার্ট বিল কী?
15. গগনেন্দ্রনাথ ঠাকুরকে 'বাংলা ব্যঙ্গচিত্রের জনক' বলা হয় কেন?
16. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে প্রতিষ্ঠিত বাংলার দটি / তিনটি সভাসমিতির বা সংগঠনের নাম লেখো ?
------------------------------------------------------
1.উইলিয়াম কেরি কে ছিলেন?
2. জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কি?
3. IACS প্রতিষ্ঠার উদ্দেশ্য কি?
4. উপেন্দ্রকিশোর রায় চৌধুরী বিখ্যাত কেন?
5. শ্রীরামপুর ত্রয়ী কি?
6. তারকনাথ পালিত স্মরণীয় কেন?
7. রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন?
৪. মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন?
9. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কি?
10. গোল দিঘির গোলাম খানা কাকে বলে?
11. পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন?
12. জাতীয় শিক্ষাপরিষদ বলতে কী বোঝো। এটি ব্যর্থ হওয়ার কারণ কি।
13. মহেন্দ্রলাল সরকার কে ছিলেন?
14. ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করে?
15. ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দুটি ত্রুটি লেখ।
16. ছাপাখানায় মুদ্রিত বই পত্রের মাধ্যমে বাংলায় কিভাবে শিক্ষার প্রসার ঘটে?
------------------------------------------------------
1. কংগ্রেস সোস্যালিস্ট পার্টির উদ্দেশ্য কি?
2. একা আন্দোলনের কারণ কি ?
3. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে কৃষকরা সরে দাঁড়ায় কেন?
4. মিরাট ষড়যন্ত্র মামলা কি?
5. চৌরিচৌরা ঘটনাটি কি?
6. ভারতছাড়ো আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির ভূমিকা কি ছিল?
7. বারদৌলি সত্যাগ্রহ বলতে কী বোঝো?
৪. ভারতের শ্রমিক আন্দোলনের মূল সমস্যা কি?
9. স্টাফোর্ড ক্রিপসকে কি উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়?
10. রেড ইন্ডিয়ান কংগ্রেস কেন গঠিত হয়েছিল?
11. সারা ভারত কিষান কংগ্রেসের প্রধান দাবি গুলি কি কি ছিল?
12. কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করে?
13. ওয়ার্কাস এন্ড এন্ড পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল ?
14. একা আন্দোলনের প্রধান দাবি গুলো কি কি ছিল?
15. কংগ্রেস সমাজতন্ত্রী দল সম্পর্কে কি জানো?
16. ভারতের বামপন্থী আন্দোলনের মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কি?
17. উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনের জহরলাল ভূমিকা কি?
18. বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য কি?
19. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল।
------------------------------------------------------
1.গান্ধী আম্বেদকর বিতর্ক কি?
2. সর্বভারতীয় নিপীড়িত কংগ্রেস প্রতিষ্ঠা কে করেছিলেন কেন।
3. পুনা চুক্তির গুরুত্ব লেখ।
4. সাম্প্রদায়িক বাটোয়ারা বলতে কী বোঝো?
5. ভাইকম সত্যাগ্রহ কি?
6. রশিদ আলী দিবস কেন পালন করা হয়।
7. বীণা দাস /প্রীতিলতা ওয়াদ্দেদার / সরলা দেবী চৌধুরানী /দিপালী সংঘ /ঝাঁসির রানী/ মাতঙ্গিনী হাজরা /শান্তি ঘোষ /সুনীতি চৌধুরী বিখ্যাত কেন?
৪. দলিত কাদের বলা হয়। একটি দলিত শ্রেণীর নাম করো
9. অহিংস অসহযোগ/ আইন অমান্য আন্দোলন/ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এর দুজন মহিলা নেত্রীর নাম উল্লেখ করো
10. বেঙ্গল ভলান্টিয়ার্স এর গুরুত্ব কি?
11. অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়?
12. রশিদ আলী দিবস সম্পর্কে যা জানো লেখ।
13.মাস্টারদা সূর্যসেন বিখ্যাত কেন?
14. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি সম্পর্কে যা জানো লেখ।
15. দলিত আন্দোলনে আম্বেদকর এর ভূমিকা কি
16.দিপালী সংঘ কেন প্রতিষ্ঠিত হয়।
------------------------------------------------------
1. টীকা লেখ :ভারত ভুক্তির দলিল।
2 ফরাসি উপনিবেশ গুলি কবে ভারতের সঙ্গে যুক্ত হয় কেন?
3. স্বাধীনতার সময় ভারতের দেশীয় রাজ্যগুলি সংখ্যা কত
4. ভারতের বিসমার্ক কাকে কেন বলে?
5. পৃথক অন্ধ্র রাজ্যটির উৎপত্তি হয় কিভাবে?
6. টীকা লেখ: রাজ্য পুনর্গঠন কমিশন
7. উদ্বাস্তু কাদের বলা হয়?
৪. জুনাগড় এবং হায়দ্রাবাদ কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো
9 দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভ ভাই প্যাটেল এর ভূমিকা কি?
10. ভাষাভিত্তিক রাজ্য গঠনের দুটি কারণ লেখ।
11. স্বাধীন ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলির পুনর্গঠন করে?
12. দর কমিশন কেন গঠিত হয়েছিল?
13. পত্তি শ্রীরামালু কে ছিলেন ?
14. কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়েছিল?
15. কোন পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন?
=============================================
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক: প্রতিটি প্রশ্নের মান: ৪
1. পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের অবদান।***
2. নারী শিক্ষার বিস্তারে বিদ্যাসাগরের অবদান।***
3. উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান।***
4. 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকা থেকে উপনিবেশিক সমাজের কোন চিত্র ফুটে ওঠে।***
5. সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের অবদান।***
6. প্রাচ্য-পাশ্চাত্য বিতর্ক বলতে কী বোঝো।***
7. স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো।***
8. নারী সমাজের কল্যাণে বামাবোধিনী পত্রিকার অবদান।***
9. পাশ্চাত্য শিক্ষার বিস্তারের বেথুন ও ডাফ এর ভূমিকা।*
10. সতীদাহ বিরোধী আন্দোলনে রামমোহন রায়ের অবদান।***
11.বিধবা বিবাহ আন্দোলনের বিদ্যাসাগরের অবদান।**
------------------------------------------------------
1. সাঁওতাল/মুন্ডা/কোল/চুয়াড় বিদ্রোহ সম্পর্কেটীকা লেখ।***
2. ওয়াহাবি আন্দোলন বা তিতুমীরের বারাসাত বিদ্রোহ সম্পর্কেটীকা লেখ। ***
3. ফরাজি আন্দোলনে দুদুমিয়ার ভূমিকা সংক্ষেপেলেখ। ***
4. মহারানীর ঘোষণাপত্ৰসম্পর্কেটীকা লেখ। ***
5. মহাবিদ্রোহের প্রতিশিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কি ছিল?***
6. জমিদারসভা/বঙ্গভাষাপ্রকাশিকাসভা/ভারত সভা সম্পর্কেটীকা লেখ।***
7. সভাসমিতিরযুগকি? এর বৈশিষ্ট্যগুলি লেখ।**
8. জাতীয়তা বোধের বিকাশে'আনন্দমঠ'/'বর্তমান ভারত' গ্রন্থের ভূমিকা।***
9. জাতীয়তাবাদেরবিকাশে ভারতমাতা চিত্রের ভূমিকা।***
10. গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গ চিত্রের মাধ্যমে উপনিবেশিক সমাজের সমালোচনা।***
------------------------------------------------------
1. ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর(URoy& Sons)অবদান। ***
2. ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে বিদ্যাসাগরের অবদান।**
3.বিজ্ঞান শিক্ষার বিকাশে IACS/বসু বিজ্ঞান মন্দির/কলকাতা বিজ্ঞান কলেজের অবদান।***
4. কারিগরি শিক্ষার বিকাশে জাতীয় শিক্ষা পরিষদ/এর অবদান।***
5. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা যোগ দেয়নি কেন?***
6. অসহযোগ/আইন অমান্য/ভারতছাড়ো আন্দোলনে কৃষকদের ভূমিকা।***
7. অসহযোগ/আইন অমান্য/ভারতছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা। ***
8. একা আন্দোলন/তেভাগা আন্দোলন সম্পর্কে টীকা।**
9. ওয়ার্কার্স এন্ড পেজান্টস পার্টি/সর্বভারতীয় কিষাণ সভা/AITUC সম্পর্কেটীকা।**
10. বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান।
------------------------------------------------------