Madhyamik Second Summative Examination Life Science Suggestions 2023

0
Madhyamik Second summative Life Science suggestion. If you are looking for west Bengal board of secondary education(wbbse) madhyamik suggestion. Please Download wb Madhyamik second summative 2023 all subject suggestions pdf from this page. If you want to 90%+ marks in madhyamik examination then study Wbbse 10th books very well and after that read these suggestions.

If you are tired to find the best suggestion for Madhyamik Life Science, then you in the right place. I am Shubhadip, a student who passed out Madhyamik examination in 2020, so I have a quite clear idea about Madhyamik exam pattern, marks distribution, suggestions, important topis. So here I will provide the best and 90% common suggestion for Madhyamik 2023.

Download Suggestions for Madhyamik 2023 all subjects. Get all subject madhyamik suggestions 2022 examination. It will help you to boost your Madhyamik 2022 preparation.

Madhyamik Life Science Suggestion 2022 as per WBBSE new syllabus. The students who are always seeking for best Madhyamik 2022 Life Science Suggestion may follow this page. It will be very effective for all students. The class 10 Life Science suggestion has been prepared for both students and teachers. 22 years experienced and expert teachers have made madhyamik 2022 Life Science suggestion carefully. wbbse Life Science suggestion 2023 is based on following previous year question papers. It’s absolutely free for all.

Exam Details
Exam Name Madhyamik Exam 2023
Subject Life Science
Exam Date 23rd February 2023
Category Exam
Suggestion Probability 90%

জীবনের প্রবাহমানতা

1) কোষচক্র কাকে বলে এবং কোষচক্রের গুরুত্ব লেখো। Micropropagation এর গুরুত্ব লেখ। অ্যামাইটোসিস কাকে বলে? “মিয়োসিস বৈশিষ্ট্যগত ভাবে মাইটোসিসের থেকে পৃথক” - বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো ।
2) পার্থক্য লেখো: i) DNA ও RNA, (ii) মাইটোসিস ও অ্যামাইটোসিস, (iii) বৃদ্ধি ও বিকাশ,(iv) ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন, (v) অযৌন ও যৌন জননের।
3) ক্রসিং ওভার কি এবং এর গুরুত্ব লেখ। ক্রোমোজোম, DNA এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। জনুক্রম কাকে বলে? মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে? মিয়োসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খন্ড বিনিময় ঘটে - এই ঘটনা দুটি তাৎপর্য কি বিশ্লেষণ করো।
4) উদাহরণসহ যৌন জননের দুটি পদ্ধতির নাম লেখ। স্বপরাগযোগ এর সুবিধা ও অসুবিধা গুলি আলোচনা করো৷ একটি প্রাণী প্রানী কোষে উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে?
5) সেন্ট্রোমিয়ার এর অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারভেদ গুলি লেখো৷ মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার বৈশিষ্ট্য লেখো৷ উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মাইটোসিসের পার্থক্য লেখো।
6) অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন এবং মাইটোসিস কোষ বিভাজনকে পরোক্ষ কোষ বিভাজন বলা হয় কেন? ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন এর মধ্যে পার্থক্য লেখো৷
7) স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা গুলি লেখো৷ অপুংজনি বলতে কী বোঝায়? বায়ুপরাগী / পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস এর বিভিন্ন দশা গুলি লেখো।
8) প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ / মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অংকন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের পাঁচটি পদ্ধতি বর্ণনা করো। কোনো জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ?

বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগতরোগ

1) মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত এমন দুটি জিনগত রোগের নাম লেখো। অনেক সময় দেখা যায় যে, বাবা ও মা উভয়েই স্বাভাবিক । কিন্তু তাঁদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে। এটি কিভাবে সম্ভব হয় তাই একটি চেকার বোর্ডের মাধ্যমে দেখাও।
2) মেন্ডেল তাঁর বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন কেন? মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি লেখ জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? অ্যালিল কাকে বলে?
3) একটি বিশুদ্ধ কালো (BB) ও অমসৃণ লোমযুক্ত (RR) গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা (bb) ও মসৃণ লোমযুক্ত (rr) গিনিপিগের সংকরায়নের ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ন থেকে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা বিবৃত করো
4) হিমোফিলিয়া রোগের কারণ লেখ। মেন্ডেলের দ্বি সংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। জিনোটাইপ ও ফিনোটাইপ কি?
5) অ্যালিল কী? দ্বি-সংকর জনন কাকে বলে? বংশগতিতে মেন্ডেলের সূত্রের অসম্পূর্ণতা ব্যাখ্যা করো। স্বাধীন বিন্যাস সূত্রটি ব্যাখ্যা করো।
6) থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয়? সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং-এর সময় কি পরামর্শ দেওয়া হয় ?
7) বাবা ও মায়ের মধ্যে অপত্যের লিঙ্গ নির্ধারণে কার গুরুত্ব বেশি তা ক্রসের মাধ্যমে দেখাও। বর্ণান্ধতার কিভাবে বংশগত সঞ্চারণ ঘটে তা একটি ক্রস এর সাহায্যে দেখাও।

অভিব্যক্তি ও অভিযোজন

1) অভিযোজন কাকে বলে? অভিযোজন এর উদ্দেশ্য গুলি লেখো৷ পর্ণকান্ড/ক্যাকটাস উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো৷ প্রাকৃতিক নির্বাচন বাদ তত্ত্ব অনুযায়ী 'অস্তিত্বের জন্য সংগ্রাম' ব্যাখ্যা করো।
2) জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ দাও। হট ডাইলুট সুপ বলতে কী বোঝায়? ঘোড়ার বিবর্তমানের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা কর যা পরিবর্তিত হয়েছে।
3) নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? রুই মাছের দেহাকৃতির অভিযোজনগত গুরুত্ব লেখো৷ জিরাফের লম্বা গলার উৎপত্তি সম্পর্কে ল্যামার্ক ও ডারউইনের তত্ত্ব ব্যাখ্যা করো৷
4) ল্যামার্কের ‘ব্যবহার ও অব্যবহার' সূত্রটি ব্যাখ্যা করো। সুন্দরী গাছের অভিযোজন বর্ণনা করো। শিম্পাঞ্জিরা খাবারের জন্য কিভাবে উইপোকা স্বীকার করে তা ব্যাখ্যা করো।
5) অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক লেখ। ফণীমনসার কাঁটা কিসের পরিবর্তিত রূপ তা কারণসহ আলোচনা করো কোয়াসারভাট কী?
6) প্রকরণ কাকে বলে? বংশগত প্রকরণ গুলি প্রাকৃতিক নির্বাচন দ্বারা কিভাবে নির্বাচিত হয়? জল সংরক্ষণের জন্য উটের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। সুন্দরী গাছের পাতার অভিযোজনগত গুরুত্ব লেখো৷
7) মাছ, ব্যাঙ ও গিরগিটি হৃদপিন্ডের গঠনে কি ধরনের বিবর্তনগত পরিবর্তন লক্ষ্য করা যায়? একটি মৌচাকে কোন শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্যের উৎস সন্ধানে অবস্থান জানায়?
8) জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় বর্ণনা করো। হৃদপিন্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কিভাবে অভিব্যক্তি মতবাদ সাপেক্ষে প্রমাণ হিসেবে কাজ করা?
9) প্রাণের উৎপত্তির পরে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি তীর চিহ্নের সাহায্যে ক্রমানুসারে দেখাও ।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
5/col-left/recent
To Top