Madhyamik Second Summative Examination Physical Science Suggestions 2023

0
Madhyamik Second summative Physical Science suggestion. If you are looking for west Bengal board of secondary education(wbbse) madhyamik suggestion. Please Download wb Madhyamik second summative 2023 all subject suggestions pdf from this page. If you want to 90%+ marks in madhyamik examination then study Wbbse 10th books very well and after that read these suggestions.

If you are tired to find the best suggestion for Madhyamik Physical Science, then you in the right place. I am Shubhadip, a student who passed out Madhyamik examination in 2020, so I have a quite clear idea about Madhyamik exam pattern, marks distribution, suggestions, important topis. So here I will provide the best and 90% common suggestion for Madhyamik 2023.


Madhyamik Physical Science suggestion, Madhyamik Physical Science suggestion 2023, Madhyamik Physical Science suggestion 2023 pdf, Madhyamik Physical Science suggestion 2022 pdf free download.
class 10 Physical Science suggestion 2023, 2023 Madhyamik Physical Science suggestion, Madhyamik 2023 Physical Science suggestion

Download Suggestions for Madhyamik 2023 all subjects. Get all subject madhyamik suggestions 2022 examination. It will help you to boost your Madhyamik 2022 preparation.


Madhyamik Physical Science Suggestion 2022 as per WBBSE new syllabus. The students who are always seeking for best Madhyamik 2022 Physical Science Suggestion may follow this page. It will be very effective for all students. The class 10 Physical Science suggestion has been prepared for both students and teachers. 22 years experienced and expert teachers have made madhyamik 2022 Physical Science suggestion carefully. wbbse Physical Science suggestion 2023 is based on following previous year question papers. It’s absolutely free for all.

Exam Details:
Exam Name Madhyamik Exam 2023
Subject Physical Science
Exam Date 23rd February 2023
Category Exam
Suggestion Probability 90%

রাসায়নিক গণনা

1) 0.795g কপার কপার অক্সাইডকে N2 দ্বারা বিয়োজিত করলে কত গ্রাম Cu এবং কত গ্রাম জল উৎপন্ন হবে? [Cu=63.5] গ্যাসের আণবিক ওজন ও বাষ্প ঘনত্বের সম্পর্কটি লেখো
2) 21 g লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টীম চালনা করলে কি পরিমান হাইড্রোজেন পাওয়া যাবে? STP তে তার আয়তন কত হবে?
3) 216 গ্রাম মারকিউরিক অক্সাইড থেকে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, কী পরিমাণ পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে? (Hg=200, K=39, Cl=35.5, O=16) ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি লেখো ও ব্যাখ্যা করো।
4) STP তে 89.6 L অ্যামোনিয়া তৈরি করার জন্য কি পরিমান অ্যামোনিয়াম ক্লোরাইড এর সঙ্গে কলি চুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে? (N=14, H=1, C1=35.5)
5) ফেরাস সালফেট এর সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 g হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফেট প্রয়োজন হবে? (Fe=56, S=32, H=1).
6) খোলা পাত্রে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিয়ে উত্তপ্ত করলে। শতকরা হিসেবে ভোরের কি পরিবর্তন হবে? অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণে সহ উত্তপ্ত করে 6.8 g অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন? (N=14, O=16, S=32, H=1)
7) আইরন পাইরাইটসকে অতিরিক্ত বায়ু প্রবাহের পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদনের জন্য প্রয়োজনীয় SO2 উৎপাদন করা হয়৷ বিক্রিয়ার সমীকরণ দেওয়া হলো,
4FeS2 + 1102 → 2Fe2O3 + 8SO2 512 g SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeS2 প্রয়োজন?
8) উচ্চ তাপমাত্রায় A1 দ্বারা Fe2O3 - কে বিজারিত করে 558g Fe প্রস্তুতির জন্য কত গ্রাম A1 প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল Fe লাগবে? (Fe=55.8, A1 = 27, 0 = 16 )
9) 32.1g অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2g NH3, 33.3g CaCl2 ও 10.8g H2O পাওয়া গেল৷ কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করলো? এই বিক্রিয়ায় কত মোল NH3 এবং STP-তে কত লিটার NH3 উৎপন্ন হলো ? (N=14, H=1)

তাপের ঘটনাসমূহ

1) কঠিন পদার্থের তিন প্রকার প্রসারণ গুনাঙ্কের সংখ্যা লেখ এবং এদের একক উল্লেখ করো৷ তাপীয় রোধ কি এবং এর একক লেখো।
2) তরলের আপাত প্রসারণ গুনাঙ্ক উপেক্ষা করা যায় না কেন? দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্কের একক দৈর্ঘ্যের একক এর উপর নির্ভর করে না শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল।
3) তাপীয় রোধের রাশিমালা নির্ণয় কর এবং দেখাও যে তাপীয় রোধ তড়িৎ রোধের সদৃশ৷ শীতকালে কাঠের বস্তু কম ঠান্ডা মনে হয় কিন্তু ধাতব বস্তু বেশি ঠান্ডা মনে হয় কেন?
4) স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে ? তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে তুলনা করো৷ জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কী বোঝায় ?
5) তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে ? এর SI একক লেখো৷ লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12×10-6 / ° C বলতে কী বোঝায়?
6) শীতকালে কাঠের বস্তু কম ঠান্ডা এবং ধাতব বস্তু বেশি ঠান্ডা মনে হয় কেন?
7) গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে? একটি অধাতুর নাম লেখ যেটি তাপের সুপরিবাহী। “তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17×10-6 /°C বলতে কী বোঝায়? এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন?
8) তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? একে তরলের নিজস্ব বৈশিষ্ট্য বলা হয় কেন? জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কী বোঝায়?

চলতড়িৎ

1) ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি বিবৃত করো। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি বিবৃত করো। রোধাঙ্গের সংজ্ঞা দাও এবং এর SI একক লেখ ।
2) বালোচক্র এর কার্যনীতি লেখ। বালোচক্রের ঘূর্ণনের কি রূপ
3) পরিবর্তন হয় যদি—(i) চুম্বকের মেরু দুটির অবস্থান উল্টে দেওয়া হয়। (ii) তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করা হয় (iii) তড়িৎ প্রবাহের দিক উল্টে দেওয়া হয়। 220V-60W ও 110V-60W দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো।
4) বৈদ্যুতিক লাইনে ফিউজ তার ব্যবহার করা হয় কেন? ফিউজ তারের বৈশিষ্ট্য গুলি লেখ৷ তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল সংক্রান্ত ওরস্টেডের পরীক্ষাটি লেখ। থ্রি-পিন প্লাগের বৈশিষ্ট্য লেখ।
5) তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্র গুলি লেখ। BOT কাকে বলে? তড়িৎচালক বল এবং বিভব-প্রভেদের মধ্যে পার্থক্য লেখো। জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো৷
6) কোন পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বাড়ানো যায়? 30 ohm রোশবিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 10A তড়িৎ প্রবাহ পাঠালে কি হারে তাপ উৎপন্ন হবে?
7) AC ও DC এর মধ্যে কোনটি বেশি বিপজ্জনক এবং কেন ? ri ও 12 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদা ভাবে যুক্ত করে দেখা গেল ri-এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা 12-এর মধ্য দিয়ে প্রবাহমাত্রার ছয় গুণ৷ r1 ও 12-র অনুপাত নির্ণয় করো।
8) একটি বাড়িতে দুটি 60 ওয়াট বাতি এবং দুটি 80 ওয়াট এর পাখা আছে। বাতি ও পাখা গুলি দৈনিক 5 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে, এক মাসে কত খরচ হবে নির্ণয় করো। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো।
9) তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্র গুলি লেখো। বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয় কেন? লেঞ্জের সূত্র কিভাবে শক্তির সংরক্ষণ নিয়ম মেনে চলে?
10) তড়িৎ চুম্বক কি এবং এর ব্যবহার লেখো। DC অপেক্ষা AC ব্যবহারের সুবিধা গুলি লেখো। 440 2 রোধের বাতিকে 220 V মেইনসে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলে, ব্যায়িত তড়িৎ শক্তির পরিমাণ BOT এককে নির্ণয় করো।
11) একটি বৈদ্যুতিক বাতিকে 220V মেন্স এর সঙ্গে যুক্ত করলে IA তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিকে 110V মেন্স এর সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে?

তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া 

1) অ্যানোড ম্যাড কি? দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক ক্লোরাইড ও অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে কিভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে? সমিত রাসায়নিক সমীকরণ সহ উত্তর দাও ।
2) Al - এর তড়িৎ বিশ্লেষণে ক্রায়োলাইট ও ফ্লুওস্পার মেশানো হয় কেন?
3) তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝোয়? উদাহরণ সহযোগে লেখ । পারদ ও আম্লিক জলের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য এবং কেন? তড়িৎলেপন -এর উদ্দেশ্য লেখ?
4) অ্যাসিড মেশানো জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে কি কি বিক্রিয়া সংঘটিত হয়? অ্যানোড মাড কি এবং এর গুরুত্ব লেখো। ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো৷
5) তড়িৎবিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে অ্যালুমিনা ছাড়া আর কি কি থাকে? এই তড়িৎবিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি ব্যবহৃত হয়?
6) MSO4 (M=ধাতু) এর জলীয় দ্রবণে তড়িৎবিশ্লেষণ করলে ক্যাথোড একই বিক্রিয়া ঘটে লেখো। বিক্রিয়াটি জারণ না বিজারণ। যুক্তি সহ লেখো৷ বিশুদ্ধ জলে অল্প পরিমান সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন?

পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন

1) সালফার থেকে শুরু করে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্তসহ সমীকরণ গুলি লেখো৷ স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন SO3 কে সরাসরি জলে দ্রবীভূত করা হয় না?
2) লাইকার অ্যামোনিয়াম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের বোতলের মুখে অ্যামোনিয়া সিক্ত কাচের দন্ড ধরলে সাদা ধোঁয়া সৃষ্টি হয় কেন?
3) অনুঘটক সহযোগে অ্যামোনিয়ার জারণ প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়াগুলির সমিত সমীকরণ লেখ।
4) উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে তা রাসায়নিক সমীকরণ সহ লেখো। লেড নাইট্রেটের স্বচ্ছ জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস করা হলো কি ঘটবে তা সমীকরণসহ লেখো৷
5) অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে ঘন H2SO4, CaCl2 ব্যবহৃত হয় না কিন্তু CaO ব্যবহৃত হয় কেন? ইউরিয়ার শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থ গুলির নাম ও বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ লেখো
6) নাইট্রোজেনের পরীক্ষার প্রস্তুতিতে অ্যামোনিয়াম নাইট্রেট এর জলীয় দ্রবণে সরাসরি উত্তপ্ত না করে সমআনাবিক অনুপাতে মিশ্রিত অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রেট মিশ্রণের গাঢ় জলীয় দ্রবণ উত্তপ্ত করা হয় কেন?
7) স্পর্শ পদ্ধতিতে উৎপাদন SO, কে সরাসরি জলে দ্রবীভূত করা হয় না কেন? H2S সংস্পর্শে রুপার মুদ্রা কালো হয়ে যায় কেন? হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে জলের নিম্ন অপসারণ করা সংগ্রহ করা যায় না কেন?

ধাতুবিদ্যা

1) কপার, অ্যালুমিনিয়াম, আয়রন ও জিঙ্ক এর একটি করে আকরিকের নাম ও সংকেত লেখ। জারন-বিজারনের ইলেকট্রনীয় সংজ্ঞা দাও।
2) খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লেখ৷ 'দার্শনিকের উল' কাকে বলে? জিংক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় সমীকরণসহ লেখ৷
3) কপারের পাত্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছাপ পড়ে যায় কেন? গ্যালভানাইজেশন কাকে বলে?
4) জারন-বিজারন এর ইলেক্ট্রনীয় তত্ত্ব অনুসারে, দেখাও যে, নিচের বিক্রিয়া গুলিতে জারন ও বিজারন একই সঙ্গে ঘটে -

    (i) Cu2+ + Zn = Zn2+ + Cu
    (ii) 2Fe3+ + Sn2+ = 2Fe2+ + Sn4+

5) অ্যালুমনিয়াম পাতে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন? থার্মিট মিশ্রণ কি? পিতলের প্রধান উপাদান কি কি ?

Post a Comment

0 Comments
Post a Comment (0)
5/col-left/recent
To Top