MADHYAMIK GEOGRAPHY COMPLETE SUGGESTION 2023: QUESTION SET -2

0
Every student wants to get good marks in their first board exams. If you are a student of West Bengal and want to get good marks in Madhyamik in Geography subject then you are in right place. In this blog I have shared the Complete Geography Suggestion  FOR Madhyamik. If you practice these questions you will get good marks in Madhyamik.


১) বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: 
১.১ পলল শঙ্কু গঠিত হয়—

(ক) পর্বতের উচ্চভাগে 
(খ) পর্বতের পাদদেশে
(গ) বদ্বীপ অঞ্চলে
(ঘ) উপকূল অঞ্চলে

১.২ গঙ্গা-ব্রহ্মপুত্রের বদ্বীপ হল—
(ক) ধনুকাকৃতি বদ্বীপ
(খ) কাসপেট বদ্বীপ
(গ) পাখির পায়ের মতো বদ্বীপ
(ঘ) কোনোটিই নয়

১.৩ বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল— 
(ক) ট্রপোস্ফিয়ার
(খ) স্ট্র্যাটোস্ফিয়ার
(গ) আয়নোস্ফিয়ার
(ঘ) মেসোস্ফিয়ার

১.৪ রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল বায়ু হল—
(ক) চিনুক
(খ) মিস্ট্রাল
(গ) রিজার্ড
(ঘ) বোরা

১.৫ গ্র্যান্ড ব্যাংক সৃষ্টি হয় যে দুটি সমুদ্রস্রোতের মিলনের ফলে
(ক) উত্তর আটলান্টিক ও ক্যানারি স্রোত
(খ) ক্যানারি ও উপসাগরীয় স্রোত
(গ) উপসাগরীয় ও ল্যাব্রাডর স্রোত
(ঘ) ল্যাব্রাডর ও ক্যানারি স্রোত

১.৬ সব নদীতে বান ডাকা হয়—
(ক) ভরা কোটালে
(খ) মরা কোটালে
(গ) গৌণ জোয়ারে
(ঘ) পূর্ণিমার সময়

১.৭ বর্জ্য ব্যবস্থাপনার সবচেয়ে বেশি গ্রহণযোগ্য উপায় হল
(ক) কম্পোস্ট সার তৈরি
(খ) পুনর্নবীকরণ
(গ) ল্যান্ডফিল
(ঘ) বর্জ্য কম উৎপাদন করা

১.৮ ভারতের নবীনতম অঙ্গরাজ্য তেলেঙ্গানার জন্ম হয়—
(ক) 2015 সালে
(খ) 2014 সালে
(গ) 2013 সালে
(ঘ) 2012 সালে

১.৯ মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলে—
(ক) মালাবার উপকূল 
(খ) উত্তর সরকার উপকূল
(গ) করমণ্ডল উপকূল
(ঘ) কঙ্কন উপকূল

১.১০ ভারতের বৃহত্তম কয়ালটি হল
(ক) ভেম্বানাদ
(খ) অষ্টমুদি
(গ) চিল্কা
(ঘ) কোলের

১.১১ শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা দেখা যায়— 
(ক) গাঙ্গেয় সমভূমিতে
(খ) সুন্দরবনে
(গ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে
(ঘ) মরু অঞ্চলে

১.১২ একটি খারিফ শস্যের উদাহরণ হল –
(ক) তুলো
(খ) যব
(গ) সরষে
(ঘ) গম

১.১৩ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক যে দুটি শহরকে যুক্ত করেছে
(ক) মুম্বাই ও চেন্নাই
(খ) শিলচর ও পোরবন্দর
(গ) বারাণসী ও কন্যাকুমারী 
(ঘ) দিল্লি ও কলকাতা

১.১৪ ভারতের জরিপ বিভাগ বা 'সার্ভে অভ্ ইন্ডিয়া' স্থাপিত হয়—
(ক) 1567 খ্রিস্টাব্দে
(খ) 1767 খ্রিস্টাব্দে
(গ) 1667 খ্রিস্টাব্দে
(ঘ) 1867 খ্রিস্টাব্দে

২.১ নীচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো (যে-কোনো ছ-টি):

২.১.১ গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায় ।
২.১.২ বাত পতাকা হল বায়ুর গতিবেগ মাপার যন্ত্র ।
২.১.৩ ‘শীতকালীন বৃষ্টিপাতের দেশ' বলে ভূমধ্যসাগরীয় জলবায়ুকে।
২.১.৪ কার্বন ডাইঅক্সাইড একটি অন্যতম গ্রিনহাউস গ্যাস। 
২.১.৫ চন্দন গাছ ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে দেখা যায়।
২.১.৬ ভারতের বৃহত্তম শিল্প হল লৌহ-ইস্পাত শিল্প
২.১.৭ ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল IRS

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে-কোনো ছ-টি):

২.২.১ চুনাপাথরযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া ......................
২.২.২ .................................  হাতল ছাড়া ডেক চেয়ারের মতো ভূমিরূপ।
২.২.৩ জেট বায়ুপ্রবাহ বায়ুমণ্ডলের ............................. স্তরে প্রবাহিত হয়।
২.২.৪ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ আসে তখন সিজিগি অবস্থানকে ........................
২.২.৫ বায়ুর উপস্থিতিতে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে ........................ বলে।
২.২.৬ ..................................দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ।
২.২.৭ 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যা ছিল ................. কোটি।

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে-কোনো ছ-টি):

২.৩.১ আরাবল্লি পর্বতের পশ্চিমে নদী বিধৌত উর্বর প্লাবনভূমি কী নামে পরিচিত?
২.৩.২ বৈপরীত্য উত্তাপ বায়ুমণ্ডলের কোন্ স্তরে দেখা যায় ?
২.৩.৩ চাঁদ ও পৃথিবীর সর্বনিম্ন দূরত্বকে কী বলে?
২.৩.৪ একটি বিষাক্ত বর্জ্যের নাম লেখো।
২.৩.৫ বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় ভারতের কোন্ নদী অববাহিকায় ?
২.৩.৬ উপকূলীয় বালিয়াড়ি কোন্ উপকূলে বেশি দেখা যায়? 
২.৩.৭ ভারতের সর্বাধিক জলসেচ কোন্ পদ্ধতিতে করা হয়?
২.৩.৮ কোন্ মানচিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়।

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

৩.১ ইনসেলবার্জ কীভাবে গড়ে ওঠে? 
অথবা, হিমরেখা কী?
৩.২ জেট বায়ুপ্রবাহ কী? 
অথবা, বানডাকা কাকে বলে?
৩.৩ বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কী বোঝো? 
অথবা, বর্জ্যের পৃথককরণ কীভাবে করা হয়? 
৩.৪ দুন বলতে কী বোঝো? 
অথবা, সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য লেখো।
৩.৫ জীবিকাসত্তাভিত্তিক কৃষির সংজ্ঞা দাও। 
অথবা, নগরায়ণ বলতে কী বোঝো?
৩.৬ ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বলতে কী বোঝো? 
অথবা, GIS কী?

৪ নীচের প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

৪.১ সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন ব্যাখ্যা করো। 
অথবা, ওজোনস্তর গুরুত্বপূর্ণ কেন?
৪.২ তরল বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী? 
অথবা, বর্জ্য ব্যবস্থাপনায় ‘3R'-এর ভূমিকা কী? 
৪.৩ মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের তিনটি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো।
অথবা, পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্য লেখো। 
৪.৪ ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কী কী?
অথবা, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো।

৫.১ যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও (দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়) : 

৫.১.১ বায়ুর ক্ষয়জাত তিনটি প্রধান ভূমিরূপ চিত্র-সহ বর্ণনা করো।
৫.১.২ পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ আলোচনা করো।
৫.১.৩ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো । 
৫.১.৪ সমুদ্রস্রোতের প্রভাবগুলি সংক্ষেপে লেখো ।

৫.২ যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

৫.২.১ ভারতের পশ্চিম উপকূলের সমভূমির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৫.২.২ ভারতে চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। 
৫.২.৩ পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অগ্রগতির কারণগুলি আলোচনা করো।
৫.২.৪ ভারতের অসম জনবিন্যাসের প্রাকৃতিক ও অর্থনৈতিক কারণসমূহ ব্যাখ্যা করো।

৬. ভারতের প্রদত্ত রেখামানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক-সহ চিহ্নিত করো:

(৬.১) আরাবল্লি পর্বত
(৬.২) কাবেরী নদী 
(৬.৩) ভারতের খরাপ্রবণ অঞ্চল 
(৬.৪) ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল
(৬.৫) ভারতের চিরসবুজ অরণ্য অঞ্চল 
(৬.৬) ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল 
(৬.৭) ভারতের ম্যাঞ্চেস্টার 
(৬.৮) একটি প্রযুক্তিনির্ভর বন্দর; 
(৬.৯) ভারতের সিলিকন ভ্যালি 
(৬.১০) পূর্বরেলের সদর দপ্তর।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
5/col-left/recent
To Top