MADHYAMIK LIFE SCIENCE COMPLETE SUGGESTION 2023: QUESTION SET -2

0
Every student wants to get good marks in their first board exams. If you are a student of West Bengal and want to get good marks in Madhyamik in Life Science subject then you are in right place. In this blog I have shared the Complete Life Science Suggestion  FOR Madhyamik. If you practice these questions you will get good marks in Madhyamik.


১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা-সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো:

১.১ নীচের কোনটি ট্রপিক চলন তা স্থির করো—
(ক) লজ্জাবতীর পাতার পত্রকগুলি হালকা স্পর্শে মুড়ে যায় 
(খ) তাপের তীব্রতায় তেঁতুল গাছের পাতা হয় 
(গ) কাণ্ড আলোক উৎসের দিকে বৃদ্ধি পায়
(ঘ) সূর্যমুখী ফুল দিনের আলোতে ফোটে ও সূর্যাস্তের সঙ্গে বুজে যায়

১.২ নীচের কোনটি STH-এর কার্য তা নির্ণয় করো—
(ক) তরুণাস্থি কোশের বিভাজন ও বৃদ্ধির সাহায্যে অস্থিকে লম্বায় বাড়ায়
(খ) প্রোটিন সংশ্লেষের হার বাড়ায়
(গ) শুক্রাণু উৎপাদনে সাহায্য করে
(ঘ) দেহে সঞ্চিত ফ্যাটের পরিমাণ কমায়

১.৩ নীচের কোন্ জোড়টি সঠিক তা নির্ধারণ করো—
(ক) স্ক্লেরা সাদা, স্বচ্ছ তন্তুময় বহিরাবরক
(খ) কর্নিয়া—সাদা, স্বচ্ছ তন্তুময় বহিরাবরক 
 (গ) কোরয়েড—সাদা রক্তবাহযুক্ত মধ্যবর্তী আবরক
(ঘ) রেটিনা—কালো রক্তবাহযুক্ত অন্তঃআবরক

১.৪ নীচের কোনটি M-ফেজের বৈশিষ্ট্য তা স্থির করো—
(ক) DNA-এর প্রতিলিপিকরণ
(খ) RNA ও প্রোটিন সংশ্লেষিত হয়।
(গ) কোশ অঙ্গাণুগুলি দ্বিগুণিত হয়
(ঘ) ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার থেকে পরস্পর বিচ্ছিন্ন হয় এবং দুটি অপত্য কোশে অন্তর্ভুক্ত হয়

১.৫. নীচের কোন্ রূপান্তরটি সঠিক তা স্থির করো
(ক) জাইগোট→ ভ্ৰূণ
(খ) জাইগোট বীজ
(গ) জাইগোট ফল
(ঘ) ডিম্বাশয় → ভ্ৰূণ

১.৬ ক্রোমোজোমের কোন্ অংশটি নিউক্লিয়োলাস গঠন করে তা চিহ্নিত করো—
(ক) সেন্ট্রোমিয়ার
(খ) গৌণ খাঁজ
(গ) ক্রোমাটিড
(ঘ) টেলোমিয়ার

১.৭ নীচের কোনটি জিনগত রোগ নয় তা চিহ্নিত করো—
(ক) রিকেট
(খ) থ্যালাসেমিয়া
(গ) বর্ণান্ধতা
(ঘ) হিমোফিলিয়া

১.৮ নীচের কোন্ বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন তা স্থির করো 
(ক) ফলের আকৃতি—স্ফীত 
(খ) ফলের বর্ণ-সবুজ
(গ) বীজের আকৃতি—গোলাকার
(ঘ) বীজের বর্ণ—সবুজ

১.৯ নীচের কোনটি বিশুদ্ধ জীবের জেনোটাইপ নয় তা শনাক্ত করো—
(ক) BBRR
(খ) BbRr 
(গ) TT
(ঘ) bbrr

১.১০ মিলার ও উরের পরীক্ষায় উৎপন্ন অ্যামিনো অ্যাসিডটির নাম কী ছিল তা স্থির করো

(ক) গ্লাইসিন
(খ) অ্যারাকিডোনিক অ্যাসিড
(গ) অ্যাসিটিক অ্যাসিড
(ঘ) ফরমিক অ্যাসিইড

১.১১ নীচের কোনটি ল্যামার্কের মতবাদের বক্তব্য নয় তা শনাক্ত করো—
(ক) সজ্ঞান প্রচেষ্টা
(খ) প্রাকৃতিক নির্বাচন
(ঘ) অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার
(গ) অঙ্গের ব্যবহার ও অব্যবহার

১.১২ নীচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রাম তা স্থির করো—
(ক) এক টুকরো মাংসের জন্য দুই বা ততোধিক কাকের মধ্যে প্রতিযোগিতা
(খ) একটি হরিণের জন্য দুই বা ততোধিক বাঘের মধ্যে প্রতিযোগিতা
(গ) একটি মাছের জন্য দুই বা ততোধিক মাছরাঙার মধ্যে প্রতিযোগিতা
(ঘ) এক টুকরো মাংসের জন্য কাক ও কুকুরের মধ্যে প্রতিযোগিতা 

১.১৩ নীচের কোন্ জোড়টি সঠিক তা নির্বাচন করো—
(ক) DDT, অ্যালড্রিন—জীব বিবর্ধন
(খ) শব্দদূষণ—টাইফয়েড
(গ) বায়ুদূষণ—জন্ডিস
(ঘ) জলদূষণ—ব্রংকাইটিস

১.১৪ নীচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় তা চিহ্নিত করো—
(ক) কার্বন ডাইঅক্সাইড
(খ) মিথেন
(গ) কার্বন মনোক্সাইড
(ঘ) নাইট্রাস অক্সাইড

১.১৫ নীচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত তথ্য নয় তা নির্ণয় করো— 
(ক) এর প্রধান উদ্দেশ্য হল সংরক্ষণ, শিক্ষা, গবেষণা, স্থানীয় চেতনা ও সহযোগিতা বৃদ্ধি
(খ) এখানে উপজাতি মানুষের সংস্কৃতি সংরক্ষিত থাকে 
(গ) নীলগিরি, সুন্দরবন ও নন্দাদেবী ভারতের অন্যতম বায়োস্ফিয়ার রিজার্ভ 
(ঘ) এখানে শুক্রাণু, ডিম্বাণু, পরাগ, বীজ, গাছের অংশ ইত্যাদি -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয়।


২. নীচের ২৬টি প্রশ্ন থেকে যে-কোনো ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো:
২. নীচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও (যে-কোনো পাঁচটি):

২.১ শ্বাসনালীতে কোনো খাদ্যকণা প্রবেশ করলে যে প্রতিবর্ত ক্রিয়া শুরু হয় তা হল ..................

২.২ ....................... কোশবিভাজনের সময় বেম গঠন করে এবং অপত্য ক্রোমোজোমের অ্যানাফেজ চলনে সাহায্য করে।
২.৩ ......................... বৈশিষ্ট্যের সাংকেতিক পরিচয় বহন করে।
২.৪ উটের RBC ........................... হওয়ায় অতিমাত্রায় ডিহাইড্রেশন সহ্য করতে পারে।
২.৫ জাতীয় উদ্যানে ...............................  নিষিদ্ধ ।
২.৬ SPM-এর উদাহরণ হল ছাই, ধোঁয়া ও ......................................

* নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে-কোনো পাঁচটি) :
২.৭ উত্তল লেন্সের চশমা ব্যবহার করে হাইপারমেট্রোপিয়া জনিত লেন্সের ত্রুটি দূর করা যায়।
২.৮ মিয়োসিস II কে হ্রাস বিভাজন বলা হয়।
২.৯ পরিব্যক্তি, ক্রসিংওভার কিংবা ক্রোমোজোমের গঠনগত পুনর্বিন্যাসের ফলে প্রকরণ সৃষ্টি হয়।
২.১০ মাইক্রোস্ফিয়ার হল অবিভেদ্য পর্দা ঘেরা প্রোটিনের গঠন।
২.১১ ইউট্রোফিকেশন ঘটলে কোনো জলাশয় বুজে যেতে পারে।
২.১২ সূর্যশিশিরে ফোটোট্যাকটিক চলন দেখা যায় ।

* একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ছ-টি):

২.১৯ বিসদৃশটি বেছে লেখো: FSH, LH, ICSH, STH
২.২০ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন্ অংশ প্রতিবর্ত কেন্দ্ররূপে কাজ করে? 
২.২১ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ অটোজোম 22 জোড়া :: ................ 1 জোড়া।
২.২২ হিমোফিলিয়া রোগের জিনটির প্রকৃতি কী?
২.২৩ সংকর জীবের প্রকৃতি কী?
২.২৪ জীববৈচিত্র্যের উৎপত্তির প্রধান কারণটি কী ?
২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। SPM, বায়ুদূষণ, গ্রিনহাউস গ্যাস, ফুসফুসের ক্যানসার।
২.২৬ জীববৈচিত্র্যের হটস্পট-এর একটি বৈশিষ্ট্য লেখো।

৩. নীচের ১৭টি প্রশ্ন থেকে যে-কোনো ১২টি প্রশ্নের উত্তর দু-তিনটি বাক্যে লেখো:

৩.১ দৌড়োনোর সময় বিভিন্ন কাজের মধ্যে স্নায়বিক সমন্বয় সাধন কীভাবে হয় তা বিশ্লেষণ করো। 
৩.২ ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিতে স্ত্রীদেহে কী কী পরিবর্তন ঘটে তা তালিকাবদ্ধ করো।
৩.৩ ন্যাস্টিক চলন উদ্ভিদদেহে কী কী কার্য সম্পন্ন করতে সাহায্য করে তা চারটি উদাহরণের সাহায্যে মূল্যায়ন করো। 
৩.৪ মানুষের কঙ্কাল পেশির নিম্নলিখিত বিচলনের সময় কী কী ঘটনা ঘটে তা বর্ণনা করো।
• ফ্লেক্সন• এক্সটেনশন • অ্যাবডাকশন • রোটেশন।
৩.৫ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্ভিদকোশের ও প্রাণীকোশের মাইটোসিসের মধ্যে পার্থক্য নিরূপণ করো: • বেমতন্তুর উৎপত্তি • সাইটোকাইনেসিস পদ্ধতি।
৩.৬ মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার আবিষ্কৃত হওয়ার ফলে কী কী সুবিধা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তা নির্ধারণ করো।
৩.৭ ক্রোমোজোমের বিভিন্ন রাসায়নিক উপাদানের সঙ্গে ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিন গঠন কীভাবে সম্পর্কযুক্ত তা ব্যাখ্যা করো। 
৩.৮ মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রথম অপত্য জনুতে সব মটর গাছগুলি লম্বা হওয়ার কারণ বিশ্লেষণ করো।
৩.৯ জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে সম্পর্ক উদাহরণ সহ প্রতিষ্ঠা করো।
৩.১০ বিবাহের পূর্বে ও পরে কী কী জিনগত পরামর্শ দিলে জনগোষ্ঠীতে থ্যালাসেমিয়ার প্রকাশ ঠেকানো যেতে পারে সে-বিষয়ে তোমার মতামত জানাও ।
৩.১১ বায়ুথলির উপস্থিতি কীভাবে পায়রাকে মসৃণভাবে উড়তে সাহায্য করো তা মূল্যায়ন করো। 
৩.১২ অভিব্যক্তিতে সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের গুরুত্ব ব্যাখ্যা করো।
৩.১৩ জীবনসংগ্রাম কীভাবে জীবের মধ্যে প্রকরণের
৩.১৪ সুন্দরবনে বেড়াতে গেলে বাঘ সংরক্ষণের জন্য কী কী ইন সিট সংরক্ষণ ব্যবস্থা তোমার নজরে আসতে পারে তা অনুমান করে লেখো।
৩.১৫ “জনসংখ্যা বাড়লে শিল্পের চাহিদা বাড়ে। এর ফলে বিভিন্ন প্রাকৃতিক সম্পদের অতিব্যবহার ও হ্রাস ঘটে”- বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।
৩.১৬ “অরণ্য নিধনের ফলে মানবজীবন বিপর্যস্ত হচ্ছে”–তুমি বক্তব্যটির সঙ্গে একমত না ভিন্নমত পোষণ করো তা যুক্তি-সহ লেখো।
৩.১৭ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহায়তায় কোনো পঞ্চায়েত এলাকায় PBR তৈরি হলে ভবিষ্যতে কী কী বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে তা বিশ্লেষণ করো।

৪ নীচের ৬টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো:

৪.১ মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: (ক) লেন্স (খ) কোরয়েড (গ) ভিট্রিয়াস হিউমর (ঘ) রেটিনা।

অথবা, একটি আদর্শ ইউক্যারিয়োটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানের পরিষ্কার চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: (ক) ক্রোমাটিড (খ) সেন্ট্রোমিয়ার (গ) স্যাটেলাইট (ঘ) টেলোমিয়ার

৪.২ একটি ফার্নের জনুক্রম উপযুক্ত রেখাচিত্রের মাধ্যমে বর্ণনা করো। অথবা, কোশচক্রের নিম্নলিখিত তিনটি বিষয়ে গুরুত্ব লেখো:
• কোশীয় সাম্যরক্ষা • কোশচক্রের নিয়ন্ত্রণ বিন্দুর কাজ • অপত্য কোশ গঠন। প্ল্যানেরিয়া কীভাবে পুনরুৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করে তা ব্যাখ্যা করো।

৪.৩ মেন্ডেল দ্বিংকর জনন পরীক্ষা থেকে কী সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন তা একটি প্রাণীর উদাহরণ-সহ ব্যাখ্যা করো।
অথবা, বারবার কন্যাসন্তানের জন্ম দেওয়ার জন্য মায়েরা কোনোমতেই দায়ী নয়—বক্তব্যটির সপক্ষে যুক্তি দাও। একজন থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর দেহে কী কী উপসর্গ দেখা যায় তা তালিকাভুক্ত করো ।

৪.৪ “সরল উদ্‌ংশীয় জীব থেকে অপেক্ষাকৃত জটিল জীবের সৃষ্টি হয়”— তুমি কীভাবে এই বক্তব্যের যথার্থতা প্রমাণ করবে? কোয়াসারভেটের গুরুত্ব বিশ্লেষণ করো।

অথবা, শিম্পাঞ্জির সমস্যা সমধান দক্ষতার তিনটি উদাহরণ দাও। সুন্দরী গাছের লবণ সহনের জন্য কী কী অভিযোজন দেখা যায় তা তালিকাভুক্ত করো।

৪.৫ কোনো জীববৈচিত্র্য সমৃদ্ধ অরণ্যে হঠাৎ কী কী কারণে জীববৈচিত্র্যের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে তা বিশ্লেষণ করো। নাইট্রোজেন চক্রে অণুজীবদের ভূমিকা মূল্যায়ন করো।

অথবা, মানুষের কাজের ফলেই বায়ুদূষণকারী বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কীভাবে বায়ুমণ্ডলে প্রতিনিয়ত বাড়ছে তা চিহ্নিত করো। জীবিকার সঙ্গে ফুসফুসের বিভিন্ন রোগের সম্পর্ক প্রতিষ্ঠা করো ।

৪.৬ পৌর এলাকার সম্প্রসারণ জলদূষণের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত—তুমি কীভাবে বক্তব্যটিকে সমর্থন করবে? এক্স সিটু সংরক্ষণের যে-কোনো দুটি পদ্ধতির গুরুত্ব আলোচনা করো।

অথবা, ওষুধ ও ড্রাগ উৎপাদনে জীববৈচিত্র্যের গুরুত্ব মূল্যায়ন করো। একটি ভৌগোলিক অঞ্চলের জীব অপর ভৌগোলিক অঞ্চলে স্থায়ীভাবে বংশবৃদ্ধি করতে শুরু করলে কী ঘটনা ঘটতে পারে তা অনুমান করে লেখো ।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
5/col-left/recent
To Top