Madhyamik History Suggestion 2023 Chapter 2

1 minute read
0
দ্বিতীয় অধ্যায়
প্রশ্ন মান : ২

১) নব্য বঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? 
২) ব্রাহ্মসমাজ এর দুটি সংস্কার লেখা? 
৩) নারী শিক্ষায় রাধাকান্ত দেব এর ভূমিকা কি? 
৪) শিক্ষা বিস্তারে প্রাচ্য-পাশ্চাত্য বিতর্ক কি? 
৫) কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
৬) উডের প্রতিবেদন কি? দুটি সুপারিশ লেখ? 
৭) ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কেন? 
৮) মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন?
৯) তিন আইন কী? 
১০) ডক্টর মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন?


প্রশ্ন মান : ৪

১) নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান ।
২) বাংলার নারী মুক্তি আন্দোলনে 'বামাবোধিনী' পত্রিকার গুরুত্ব । 
৩) হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে ১৯ শতকে বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায় ।
৪) আধুনিক চিকিৎসা বিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা ।
৫) পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা । 
৬) চার্লস উডের প্রতিবেদন বা নির্দেশনামা (টিকা) 
৭) নব্যবঙ্গ (টিকা)
৮) লালন ফকিরের চিন্তা ধারায় ধর্ম সমন্বয় কিভাবে প্রকাশ পায় ৷

প্রশ্ন মান : ৮

১) বাংলার নবজাগরণের প্রকৃতি ও চরিত্র আলোচনা কর।

Madhyamik History Suggestion 2023 Chapter 3(getButton) #text=(click here) #icon=(link) #color=(#05A8FC)

Post a Comment

0 Comments
Post a Comment (0)
5/col-left/recent
To Top