HS Modern computer Application Suggestion 2023

0
HS Modern Computer Application Suggestion 2023 as per WBCHSE new syllabus. The students who are always seeking for best HS Modern computer Application Suggestion 2023 may follow this page. It will be very effective for all students. HS Modern computer Application Suggestion 2023 has been prepared for both students and teachers. As I am a student of Computer Application, so I can guide you what are important questions for HS Computer Application class 12. WBCHSE COMUTER APPLICATION Suggestion 2023 is based on following previous year question papers. It’s absolutely free for all.

মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন উচ্চ মাধ্যমিক সাজেশন ২০২৩

Chapter 1: Logic Circuit and Combinational Circuit

১) ইউনিভার্সাল গেট কাকে বলে?  2 ইনপুট যুক্ত NAND gate ও NOR gate গেটের লজিক চিত্র আঁক  এবং টেবিল গুলি লেখ ।
২) অ্যাডার কাকে বলে?  একটি হাফ অ্যাডারের ও ফুল অ্যাডার এর ট্রুথ টেবিল লেখ ও লজিক সার্কিট টি  আঁক । দুটি হাফ অ্যাডার ব্যবহার করে কিভাবে একটি ফুল অ্যাডার তৈরি করবে চিত্র সহ লেখ।
৩) Sub tractor  কি?  একটি হাফ সাবট্রাক্টর ও ফুল সাবট্রাক্টর টুথ টেবিল লেখ ও লজিক সার্কিট  তৈরি করে দেখাও । দুটি হাফ সাবট্রাক্টর ব্যবহার করে কিভাবে একটি ফুল সাবট্রাক্টর ডিজাইন করবে চিত্রসহ  দেখাও। 
৪) ডি মরগ্যানের উপপাদ্য দুটি লেখ। টুথ টেবিল এর সাহায্যে সত্যতা প্রমাণ করো।
৫) একটি 4⤫1মাল্টিপ্লেক্সের ডিজাইন করো ।  মাল্টিপ্লেক্সে কন্ট্রোল লাইনের কাজ কি? মাল্টিপ্লেক্সার এর লজিক সার্কিট ডিজাইন করো এবং টুথ টেবিল টি লেখ । 
৬) ডিকোডার কি?  একটি 2⤫4 ডিকোডারের ডিজাইন করো ।  ডিকোডারের লজিক সার্কিট ডিজাইন করে এবং  ট্রুথ টেবিল টি লেখ । 
৭ ) একটি 1⤫4ডিমাল্টিপ্লেক্সার ডিজাইন করো।  ডিকোডারের লজিক সার্কিট ডিজাইন করো এবং টুথ টেবিল টি লেখ ।
৮) এনকোডার কি?  এর ব্যবহার লেখ।  একটি ডেসিমেল টু বাইনারি এনকোডার এর ট্রুথ টেবিল ও সার্কিট ডিজাইন তৈরি করো ।  একটি অক্টাল টু বাইনারি এনকোডার এর টেবিল ও সার্কিট ডিজাইন করো । 

Chapter 2 : Networking

১) নেটওয়ার্কিং কি? এর দুটি ব্যবহার লেখ ।
২) এনালগ সিগন্যাল ও ডিজিটাল সিগনালের মধ্যে একটি পার্থক্য লেখ।
৩) সিম্প্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স  এর একটি করে উদাহরণ দাও।
৪) LAN,WAN,MAN এর দুইটি করে বৈশিষ্ট্য লেখ ।
৫) সমান্তরাল পরিবহন ও ধারাবাহিক পরিবহনের পার্থক্য লেখ ।
৬) ব্যান্ডউইথ কি?
৭) Bit rate  ও baud  এর মধ্যে পার্থক্য কি ?
৮) দুটি গাইডেড মিডিয়া উদাহরণ দাও । STP  ও UTP  ফুল ফর্ম  কি?
৯) ফাইবার অপটিক ক্যাবল এর দুটি সুবিধা ও অসুবিধা লেখ ।
১০)  আন-গাইডেড মিডিয়া দুটি উদাহরণ দাও ।
১১) বাস, রিং, স্টার , মেস টপোলজির দুটি করে সুবিধা ও অসুবিধা লেখ ।
১২ )ইথারনেট কি ? CSMA/CD  এর ফুল ফর্ম কি?
১৩ ) MODEM এর ফুল ফর্ম কি? এর কাজ লেখ।
১৪)  নিচের শব্দগুলির ফুল ফর্ম লেখ- ARP,RARP,ICMP,IGMP,UDP,FTP,HTTP,WWW
১৫ ) IP এড্রেস কি?
১৬ ) DNS  এর ফুল ফর্ম লেখ ? এর কাজ কি?
১৭) URL কি?
১৮) ISP এর ফুল ফর্ম লেখ ।
১৯)  দুটি ওয়েব ব্রাউজার এর উদাহরণ দাও।
২০ ) .com, .in, .gov, .org, .edu ডোমেইন গুলির কাজ লেখ ।
২১) Class A. ,Class B, Class C IP অ্যাড্রেস বলতে কী বোঝায় ? 
২২) সার্চ ইঞ্জিন কি? একটি উদাহরণ দাও।
২৩) দুটি সোশাল নেটওয়ার্কিং সাইটের উদাহরণ দাও।
২৪) বেস্ট ব্যান্ড ও ব্রডব্যান্ডের একটি পার্থক্য লেখ ।
২৫) নিম্নলিখিত নেটওয়ার্ক ডিভাইস গুলির কাজ লেখ - HUB,Repeater, Bridge, Switch, Router,Gateway। 
২৬ )HTML এর ট্যাগগুলি <B>, <I>,<U> ,<p> ,<img> ,<ul>, <OL>, <LI>, <BACKGROUND>, <BGCOLOR>, <TABLE>, <A>, <FONT> সিনট্যাক্স ও কাজ লেখ ।

Chapter 3 : DBMS

১) DBMS কি?  দুটি DBMS সফটওয়্যার এর নাম  লেখ ।
২) DDL, DML, DCL command কি ?  উদাহরণ দাও ।
৩) Tuple কি?  উদাহরণ দাও ।
৪) ডেটা ডিকশনারি ও মেটাডেটা কি ?
৫) ডেটাবেস স্কিমা ও ডেটাবেজ ইনস্ট্যান্ট বলতে কী বোঝায় ?
৬) ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন এর কাজ গুলি লেখ ।
৭) এনটিটি কি ?  একটি টিচার্স স্টুডেন্টের এন্টিটি রিলেশনশিপ তৈরি করে দেখাও ।
৮) ডেটাবেজের নিম্নলিখিত বিষয়গুলি সম্বন্ধে লেখ -  Tuple , এট্রিবিউট , ডোমেইন, ডিগ্রী, Cardinality ।
৯) Primary ,Super ,Alternate, Candidate key সম্বন্ধে লেখ ।  উদাহরণ দাও ।
১০) বিভিন্ন প্রকার রিলেশনশিপ (One to One, One to Many , Many to many)  সম্বন্ধে লেখ ।
১১) বিভিন্ন প্রকার ডেটাবেস কনস্ট্রেনটস( Key constraints, Domain Constraints, Entity Constraints,Referential integrity constraints) সম্বন্ধে লেখ ।
১২) নিম্নলিখিত রিলেশনাল অ্যালজেবরা গুলি সম্বন্ধে শর্ট নোট লেখ- Selection Operation , Projection Operation,  Cartesian operation , Set union, Set Intersection,Set Difference Natural join ।
১৩) নিম্নলিখিত SQLকমান্ড গুলির কাজ লেখ - Select , Create , Update , Alter , Delete , Drop , Grant , Revoke ,Commit
১৪) SQL Query থেকে একটি 7 Marks এর কোশ্চেন করতে হবে যেটা OR থাকবে DBMS এর কোশ্চেন  সঙ্গে ।

Chapter 4 : MS-Excel 2007

১) ইলেকট্রনিক স্প্রেডশিটের সুবিধা ও অসুবিধা গুলি লেখ।
২) MS-Excel 2007 ফাইল এক্সটেনশন টি লেখ ।
৩) কুইক অ্যাক্সেস টুলবার এর কাজটি লেখ ।
 ৪) এমএস এক্সেল 2007 এ কয়টি রিবন থাকে?
৫) এমএস এক্সেলে বাই ডিফল্ট কয়টি ওয়ার্কশীট থাকে।
৬) এমএস এক্সেল 2007 এ একটি ওয়ার্কশিটে কতগুলো Row থাকে?
৭) এমএস এক্সেল 2007 এ একটি ওয়ার্কশিটে কতগুলো কলাম থাকে?
৮) এমএস এক্সেল 2007 এ একটি ওয়ার্কশিটে সর্বশেষ কালাম টি কত হবে?
৯) সেল অ্যাড্রেস বা সেল রেফারেন্স কি?
১০) এমএস এক্সেল 2007 এর সর্বশেষ সেল নাম্বার অ্যাড্রেস কি হবে?
১১) এমএস এক্সেল 2007 এ ওয়াক তৈরি করার পদ্ধতি লেখ?
১২) একটি Workbook সেভ করার পদ্ধতি টি লেখ।
১৩) একটি Worksheet নতুন Row এবং কলাম কিভাবে যুক্ত করবে ?
১৪) Worksheet থেকে Row  বা column  মুছে ফেলার পদ্ধতি লেখ।
১৫) একটি Worksheet  এ Row কে  কিভাবে লুকিয়ে রাখা(Hide) হয়?
১৬) একটি Worksheet  এ Column কে  কিভাবে লুকিয়ে রাখা(Hide) হয়?
১৭) একটি ওয়ার্কশীটে Row কে কিভাবে Unhide করবে?
১৮) একটি ওয়ার্কশীটে column কে কিভাবে Unhide করবে?
১৯) একটি Workbook  এ  নতুন worksheet  কিভাবে যুক্ত করবে ?
২০) একটি Worksheet এ নাম কিভাবে পরিবর্তন করবে?
২১) Cell Formatting কি?
২২) নিম্নলিখিত MS Excel  এর ফাংশন গুলির সিনট্যাক্স  ও কাজ গুলি লেখ।
1.SUM 2.PRODUCT 3.AVERAGE 4.MAX 5.MIN 6.COUNT 7.COUNTIF 8.NOW
২৪) এমএস এক্সেল 2007 এ  বিভিন্ন প্রকার cell রেফারেন্সিং সম্বন্ধে সংক্ষেপে লেখ।
২৫) এমএস এক্সেল 2007 অটোফিল অপশনের কাজ কি ?
 ২৬) এমএস এক্সেল 2007 কন্ডিশনাল ফরমেটিং কিভাবে করবে ? 
২৭) এমএস এক্সেল 2007 ডাটা সেটিং কিভাবে করবে?

Chapter 5 : MS-Access 2007

১) এমএস এক্সেস এর ফাইল এক্সটেনশন  কি?
২) এমএস এক্সেস এ কয়টি রিবন থাকে?
৩) এমএস এক্সেস এ বিভিন্ন প্রকার objects গুলির নাম লেখ ।
৪) এমএস এক্সেস এ ডিজাইন ভিউ এবং wizard  এর সাহায্যে কিভাবে টেবিল তৈরি করবে সংক্ষেপে বর্ণনা করো ।
৫) এমএস এক্সেস এ নিম্নলিখিত  ডেটা টাইপ গুলি  কাজ বর্ণনা করো - Text , Memo , Number, Date/Time, Currency , Yes/No , OLE objects
৬) দুটি টেবিলের মধ্যে কিভাবে রিলেশনশিপ স্থাপন করবে ।
৭) Auto- ফ্রম তৈরীর পদ্ধতি লেখ ।
৮) ফর্মের কত রকম ভিউ দেখা যায় ।
৯) ডিজাইন ভিউ এর সাহায্যে কিভাবে Query  তৈরি করবে ?
১০) এমএস এক্সেস এ অটো রিপোর্ট তৈরি পদ্ধতি লেখ ।
১২) Select Query and Crosstab Query এর মধ্যে পার্থক্য কি ?
১২) এমএস এক্সেস এ টেবিল থেকে Field ডিলিট করার পদ্ধতি টি লেখ । 
১৩) এমএস এক্সেস এ টেবিল থেকে কিভাবে ডেটাকে ডিলিট করবে?
১৪) এমএস এক্সেস এ একটি টেবিলে ডাটা আপডেট করার পদ্ধতি লেখ ।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
5/col-left/recent
To Top