Madhyamik Geography most important map pointing suggestion PDF
1. পাহাড় পর্বত
আরাবল্লী পর্বত, পিরপাঞ্জাল পর্বত শ্রেণী, নীলগিরি, গারো খাসিয়া, দোদাবেতা, কারাকোরাম পর্বত, আনাইমুদি, সাতপুরা, কাশ্মীর উপত্যকা, শিবালিক পর্বতমালা, k2
2. নদ-নদী
নর্মদা, সবরমতী, তাপ্তি, কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, সিন্ধু নদ, গঙ্গা নদী, লুনি, চিল্কা হ্রদ, উলার হ্রদ, পুলিকট হ্রদ, ভেম্বানাদ কোয়েল, সম্বর হ্রদ।
3. উপকূল
কঙ্কন উপকূল, মালাবার উপকূল, করমন্ডল উপকূল, কুমারিকা অন্তরীপ, পক প্রণালী, 10 ডিগ্রি চ্যানেল, কাথিয়াবাড় উপদ্বীপ, কচ্ছের রন, সুন্দরবন।
4. গুরুত্বপূর্ণ অঞ্চল
একটি বন্যা প্রবণ অঞ্চল, দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, লাদাখ, মৌসিনরাম, থর মরুভূমি, ভারতের নবীনতম রাজ্য, খাম্বাত উপসাগর।
5. মৃত্তিকা
পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, উপকূলের লবণাক্ত মৃত্তিকা, ছোটনাগপুর মালভূমি অঞ্চল।
6. অরণ্য
মরু উদ্ভিদ, চিরহরিৎ বনভূমি, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র।
7. কৃষি
একটি কার্পাস উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, ভারতের সর্বাধিক চা উৎপাদক অঞ্চল, কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র, ভারতের কেন্দ্রীয় চা গবেষণাগার।
8. শিল্প
পূর্ব ভারতের একটি মোটর গাড়ি কারখানা, উত্তর ভারতের রেল ইঞ্জিন কারখানা, পূর্ব ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, পূর্ব ভারতের রেল ইঞ্জিন কারখানা, পশ্চিম ভারতের একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, দক্ষিণ ভারতের একটি শক্তি উৎপাদক অঞ্চল, পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের সদর দপ্তর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার।
9. গুরুত্বপূর্ণ শহর
জামনগর, গোলাপি শহর, ভারতের সিলিকন ভ্যালি, সর্বনিম্ন জনসংখ্যা যুক্তরাজ্য, সর্বনিম্ন জনঘনত্ব পূর্ণ রাজ্য, একটি অতি বিরল জনবসতি অঞ্চল, শ্রীনগর, সিমলা, ভারতের গ্লাসগো।
10. বন্দর
কান্ডালা, মার্মাগাঁও, কোচি বন্দর, কানপুর, এলাহাবাদ, দিল্লি, পোর্ট ব্লেয়ার, ম্যাঙ্গালোর, তিরুবন্তপুরম, হলদিয়া, কোয়েম্বাটুর, আমেদাবাদ, পারাদ্বীপ।